SBI Card Benefits: ফের গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার নতুন ক্রেডিট কার্ড নিয়ে এল কোম্পানি। যেখানে প্রতি কেনাকাটায় পাবেন দারুণ ক্যাশব্যাকের সুযোগ। জেনে নিন, কী সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।  


SBI Card Cashback: কত শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি ?
দেশের বৃহত্তম ব্যাঙ্ক  তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত ক্রেডিট কার্ড (SBI Credit Card) চালু করেছে। এর নাম ক্যাশব্যাক এসবিআই কার্ড ( Cashback SBI Card)। এই কার্ডের মাধ্যমে, আপনি যেকোনও অনলাইন শপিং সাইটে  ৫ শতাংশ ক্যাশব্যাক (Shopping Cashback) পাবেন। 


SBI Card Benefits: কী বলছে ব্যাঙ্ক ?
স্টেট ব্যাঙ্কের দাবি, এই কার্ডের অনেক সুবিধা রয়েছে। যেমন কার্ডধারীরা এখন সহজেই কোনও 'মার্চেন্ট' বিধিনিষেধ ছাড়াই যে কোনও ওয়েবসাইট থেকে কেনাকাটা করে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, গ্রাহকরা অফলাইন কেনাকাটায়ও এই ক্যাশব্যাকের সুবিধা পাবেন। সেই পরিস্থিতিতে আপনি কোম্পানির কোনও শর্ত ছাড়াই প্রতিটি কেনাকাটায় ক্যাশব্যাকের সুবিধা পেতে পারেন।


SBI Card Cashback: কার্ডে অটো-ক্রেডিট ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে
ব্যাঙ্ক জানিয়েছে , গ্রাহক যদি ১০০০ টাকার কম কেনাকাটায় ১ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে, আপনি ১০০০ টাকার উপরে কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এই কার্ডে গ্রাহকরা অটো ক্রেডিট ক্যাশব্যাক সুবিধা পাবেন। এমন পরিস্থিতিতে কেনাকাটার দুই দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাকের পরিমাণ চলে আসবে।


এই কার্ডটি চালু করার সময়, SBI MD ও CEO রাম মোহন রাও অমরা বলেছেন,  ক্যাশব্যাক SBI কার্ড গ্রাহকদের পোর্টফোলিওকে শক্তিশালী করতে সাহায্য করবে৷ খুব ভেবেচিন্তে ব্যাঙ্ক চালু করেছে এই কার্ড। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা প্রতিটি কেনাকাটার পরে ক্যাশব্যাক উপার্জনের সুযোগ পাবেন। এরকম পরিস্থিতিতে উৎসবের এই মৌসুমে গ্রাহকরা এর থেকে দারুণ সুবিধা পাবেন।


SBI Card Benefits: বার্ষিক কত চার্জ করা হবে ?
ক্যাশব্যাক SBI কার্ড কেনার ক্ষেত্রে, আপনাকে এক বছরে ৯৯৯ টাকা রিনিউয়াল চার্জ দিতে হবে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা প্রতি বছর ২ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারবেন। আপনি যদি বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা করেন, তাহলে আপনাকে এই কার্ডের রিনিউয়াল ফি দিতে হবে না। এই কার্ডে, আপনি জ্বালানি সারচার্জের উপর ১ শতাংশ ক্যাশব্যাকের সুবিধাও পাবেন।


আরও পড়ুন : Small Saving Schemes:খোদ নরেন্দ্র মোদি বিনিয়োগ করেছেন এই প্রকল্পে, কী এই সরকারি স্কিম ?