SBI Smart Champ Insurance: সন্তানের শিক্ষা থেকে বিয়ে, এক স্কিমেই হতে পারে সব চিন্তা থেকে মুক্তি। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক এনেছে নতুন স্কিম। যেখানে বিনিয়োগ করে আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করে ১কোটি টাকা জমাতে পারেন।


SBI Life Insurance: মুদ্রাস্ফীতিতে আগেই লাগাম পড়ান 
মূদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় বড় ধাক্কা খাচ্ছে শিক্ষা ও জীবনযাত্রার মান। এই পরিস্থিতিতে শিশুদের সুশিক্ষা দিতে আরও অর্থের প্রয়োজন হতে পারে। মনে রাখতে হবে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে টাকার প্রয়োজন। তবে আগাম টাকা ইনভেস্ট করে জমা করলে লেখাপড়া থেকে ছেলেমেয়ের বিয়ের টানাপোড়েনের চিন্তা আগেই শেষ হতে পারে।


SBI Life- Smart Scholar: কী স্কিম এনেছে স্টেট ব্যাঙ্ক
এসবিআই লাইফ ইন্স্যুরেন্স শিশুদের জন্য একটি দারুণ স্কিম অফার করে, যাতে বিনিয়োগ করে মুদ্রাস্ফীতির সমস্যাগুলি সমাধান পাওয়া যেতে পারে। SBI চাইল্ড প্ল্যান ফিক্সড ডিপোজিটে দুটি স্কিম SBI Life- Smart Champ Insurance ও SBI Life- Smart Scholar চালানো হয়। এতে বিনিয়োগ করে বড় তহবিল জমা করা যায়।


SBI Life- Smart Champ Insurance
এসবিআই লাইফের এই স্কিমের মাধ্যমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ১ কোটি টাকা জমানো যেতে পারে। এটি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক নীতিতে বিনিয়োগ করা যেতে পারে। ২১ থেকে ৫০ বছর বয়সী যেকেউ এই প্ল্যানটি কিনতে পারবেন। এই স্কিমের সুবিধা নিতে সন্তানের বয়স ০-১৩ বছরের মধ্যে হওয়া উচিত। এই স্কিমে শিশুদের বয়স ২১ বছর হলে স্কিমের মেয়াদপূর্তি হয়। নিয়ম অনুসারে শিশুর বয়স ১৮ বছর হলে ৪টি বার্ষিক কিস্তির আকারে টাকা দেওয়া হয়। অর্থাৎ ১৮ থেকে ২১ বছর পর্যন্ত প্রতি বছর ২৫-২৫ শতাংশ টাকা দেওয়া হয় বিনিয়োগকারীকে।


State Bank Of India: এই স্কিমে বিনিয়োগে কী লাভ


এই স্কিমে বিনিয়োগ করলে বিমার সুবিধা দেওয়া হয়। দুর্ঘটনার ক্ষেত্রে, এই পরিকল্পনার মাধ্যমে বিমা রাশির ১০৫ শতাংশ পর্যন্ত টাকা পাবেন পলিসি হোল্ডার। এছাড়াও এই স্কিমটি সরাসরি আপনার এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে। এরফলে আপনাকে বারবার বিনিয়োগ করতে হবে না।


এসবিআই লাইফ - স্মার্ট স্কলার


এটি SBI লাইফ থেকে একটি পৃথক, ইউনিট লিঙ্কযুক্ত, নন-পার্টিসিপেটিং জীবন বিমা প্ল্যান। এতে বিনিয়োগ করতে হলে বাবা-মায়ের বয়স হতে হবে ১৮ থেকে ৫৭ বছর ও সন্তানের বয়স হতে হবে ০-১৭ বছর। আপনি এই পলিসিতে সর্বনিম্ন ৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। 


মেয়াদপূর্তির সময়কাল- এটি শিশুর ১৮ থেকে ২৫ বছর বয়সে পরিপক্ক হয়। মনে রাখবেন, বাবা-মায়ের ক্ষেত্রে এই পলিসি ৬৫ বছর বয়সে ম্যাচিওর হয়।


SBI Life Insurance: লাভ কী 


এই স্কিমে জরুরি সময়ে টাকা তোলা যায়। এর পাশাপাশি এই স্কিমে আপনাকে দুর্ঘটনা বিমাও দেওয়া হয়। এছাড়া ট্যাক্স সুবিধাও পাওয়া যায় এই স্কিমে।


Aadhaar Card: আধার কার্ডে এই অংশ নষ্ট হলে আটকে যাবে কাজ, এইভাবে যত্ন নিতে বলল UIDAI