Stock Market News: বিনিয়োগকারীদের জন্য দারুণ খবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ভারতীয় শেয়ার বাজারের 'ট্রেডিং টাইম' বদলে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আগামী ১২ ডিসেম্বর থেকে ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ কার্যকর করা হবে এই নিয়ম।


Share Market Update: কী হচ্ছে নতুন 'ট্রেডিং টাইম' ?
রিজার্ভ ব্যাঙ্কের নতুন নীতি অনুসারে, এবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ট্রেডিং শেয়ার কেনাবেচা করতে পারবেন বিনিয়োগকারীরা। যার অর্থ, আরও দেড় ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল শেয়ার লেনদেনের সময়। নতুন সময় মেনে আগামী ১২ ডিসেম্বর থেকে কল, নোটিস, টার্ম ও মানি মার্কেট বিকেল ৫টার সময় বন্ধ হবে। এ ছাড়াও কমার্শিয়াল পেপার, ডিপোজিট সার্টিফিকেটস, রুপি ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস, কর্পোরেট বন্ডসে রেপোর লেনদেনও বিকেল ৫টা পর্যন্ত চলবে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে বাজারের নতুন সময় জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


RBI Repo Rate: এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতি ঘোষণা করেছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, নতুন করে রেপো রেট ০.৩৫ শতাংশ বাড়ানো হচ্ছে। সেই অনুযায়ী রেপো রেট বেড়ে হল ৬.২৫ শতাংশ। দাস জানান, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির বিষয়ে সায় দিয়েছেন মানিটারি পলিসি কমিটির ৬ জনের মধ্যে ৫ সদস্য। সংখ্যাগরিষ্ঠরাই রেপো রেট বৃদ্ধির কথা বলেছেন। এরপরই RBI রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা পঞ্চমবার সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক।


Reserve Bank Of India: এই কারণে কী প্রভাব পড়বে ? 
এই ঘোষণার পরই ফের আপনার ঋণের EMI বাড়তে চলেছে। যার জেরে আপনার ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। রেপো রেট বৃদ্ধির কারণে ব্যাঙ্কগুলির ঋণের হার বেড়ে যাবে। যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। ফলে ঋণের সুদ মেটাতে গিয়ে পকেটে আরও টান পড়বে গ্রাহকদের।


আরও পড়ুন: Home Loan EMI Calculator: বাড়ল রেপো রেট, ২০ লক্ষ টাকার হোম লোনে কত ইএমআই বাড়বে আপনার ?