State Bank Of India: স্টেট ব্যাঙ্কে(SBI)প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যার জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২ নির্ধারণ করা হয়েছে।
SBI Recruitment 2022: খালি পদের বিবরণ
এই নিয়োগ অভিযানের মাধ্যমে স্টেট ব্যাঙ্কে মোট ৭১৪টি পদে নিয়োগ করা হবে।
State Bank Of India: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ অভিযানের মাধ্যমে অনেক পদে নিয়োগ করা হবে। যার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। প্রার্থীরা অফিশিয়াল সাইটে গিয়ে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন।
SBI Recruitment 2022: বয়স সীমা
এই নিয়োগ অভিযানে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর, ৩৮ বছর ৪০ বছর।
State Bank Of India: আবেদন ফি
এই নিয়োগ অভিযানের জন্য প্রার্থীকে আবেদন ফি দিতে হবে। এই নিয়োগের জন্য, সাধারণ ও ওবিসি বিভাগের প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি দিতে হবে। যেখানে SC ও ST ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
SBI Recruitment 2022: প্রার্থী বাছাই প্রক্রিয়া
মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। সাক্ষাৎকারের ভিত্তিতে মেধা প্রস্তুত করা হবে।
State Bank Of India: এই মত আবেদন
1: এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in/careers দেখুন।
2: এর পরে মেইল আইডি দিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে।
3: পরবর্তী পর্বে প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবে।
4: এখন প্রার্থীদের প্রয়োজনীয় বিবরণ ও নথি আপলোড করতে হবে।
5: পরে প্রার্থীরা আবেদন ফি জমা দিন।
6: শেষ পর্যন্ত প্রার্থীদের ফর্মের একটি প্রিন্টআউট নিতে হবে।
SBI Clerk Recruitment 2022: এ ছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাঙ্কে ক্লার্ক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) এর জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট bank.sbi/careers ও sbi.co.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ৭
সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২২।
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা 2022 সালের নভেম্বর মাসে নেওয়া হবে। পরবর্তীকালে ডিসেম্বর/জানুয়ারি মাসে মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগের মাধ্যমে মোট ৫০০৮টি শূন্য পদ পূরণ করা হবে।SBI নিয়োগ 2022-এর যোগ্যতা, অভিজ্ঞতা, নির্বাচনের মানদণ্ড ও অন্যান্য বিবরণ সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে দেওয়া হয়েছে।
SBI Clerk Recruitment 2022: এসবিআই ক্লার্ক নিয়োগ ২০২২
গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে: সেপ্টেম্বর ০৭, ২০২২
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর ২০২২