SBI Auto-Sweep: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের এই সুবিধে আর পাওয়া যাবে গ্রাহকদের জন্য। ব্যাঙ্কের (SBI Account) তরফে জানানো হয়েছে যে তাদের অটো সুইপ ফেসিলিটি আগে যেখানে ৩৫ হাজার টাকার জন্য পাওয়া যেত, সেই সীমা এবার বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা পর্যন্ত। অটো সুইপ (SBI Auto-sweep) সুবিধের জন্য ন্যূনতম থ্রেশোল্ডের সীমা বাড়ানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য।
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের গ্রাহকদের ইমেলে জানানো হয়েছে যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটির জন্য ন্যূনতম থ্রেশোল্ড সীমা ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। অতএব পরবর্তী মাল্টি অপশন ডিপোজিট ৫০ হাজার টাকা থেকে শুরু হবে।
কী বদল হবে এতে
মাল্টি-অপশন ডিপোজিট (MOD) সুবিধা হল আপনার সঞ্চয় বা চলতি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত এক ধরনের স্থায়ী আমানত। যখন আপনার সেভিংস অ্যাকাউন্টের আমানতের অঙ্ক একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন সেই সীমার উপরে থাকা অতিরিক্ত পরিমাণের টাকা একটি মাল্টি অপশন ডিপোজিটে পরিণত হয়, এতে বেশি সুদ পাওয়া যায়। সেভিংসের ধার্য সুদের হারে নয়, স্থায়ী আমানতের জন্য ধার্য সুদের হার প্রভাব ফেলে এই অতিরিক্ত আমানতের উপরে।
যদি কোনও গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যালান্স ডেবিট ম্যান্ডেট মেনে চলার জন্য পর্যাপ্ত না হয়, তাহলে এসবিআই এমওডি স্কিম থেকে আংশিক বা সম্পূর্ণ অর্থ তাদের অ্যাকাউন্টে ফেরত পাঠাবে। মাল্টি অপশন ডিপোজিটের মাধ্যমে ব্যাঙ্কের তরফে গ্রাহকদের উচ্চ সুদের হারের সুবিধে দেওয়া হবে। এই নিয়মে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত তহবিল টার্ম ডিপোজিটে পরিণত হয়ে যায়।
এই মাল্টি অপশন ডিপোজিটের সুদ মূলত ত্রৈমাসিক বা চক্রবৃদ্ধি হিসেবে ধার্য করা হয়। এই এমওডি আগাম মেয়াদের আগে তুলে নিলে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাঙ্ক গ্রাহককে দিয়ে দেয়, আর যে সময়ের জন্য এই এমওডি সক্রিয় ছিল সেই সময়ের জন্য ধার্য সুদ জরিমানা কেটে দেওয়া হয়। আর বাকি আমানত থেকে গ্রাহক মূল হারে সুদ পেতে থাকে, একইসঙ্গে প্রযোজ্য টিডিএসও কেটে নেওয়া হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শুধু স্যালারি অ্যাকাউন্টহোল্ডার সমস্ত রেল কর্মীরা এখন থেকে কোনও প্রিমিয়াম ছাড়াই বা কোনও মেডিকেল টেস্ট ছাড়াই ১০ লক্ষ টাকার স্বাভাবিক মৃত্যু কভারেজ পাবেন এই বিমার অধীনে, প্রেস নোটে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।