SBI Offers on Online Medicine: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে। সম্প্রতি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য অনলাইন ওষুধ কেনার অফার দিচ্ছে। এখানেই শেষ হচ্ছে না স্টেট ব্যাঙ্কের অনলাইন অফার। চাইলে অনলাইনে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন আপনি। সঙ্গে গ্রাহক ফার্মইজি, লাল প্যাথল্যাবস ও অ্যাপোলোর মতো বড় ই-ফার্মাসি কোম্পানিগুলি থেকে অনলাইনে ওষুধ অর্ডার করে বিশাল ছাড় পেতে পারেন৷


SBI Offers: ডাক্তারদের পরামর্শেও পাবেন ছাড়
এই অফারের পাশাপাশি গ্রাহকরা ডাক্তারদের ই-পরামর্শের জন্য বিশেষ ছাড় পাবেন। আপনি যদি এই উভয় অফারের সুবিধা নিতে চান, তাহলে SBI ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এই কাজটি করতে পারেন। নিচে এই বিষয়ে বিস্তারিত দেওয়া হল। 


SBI Offers on Online Medicine: এসবিআই টুইট করে এই তথ্য জানিয়েছে


এই বিশেষ অফার সম্পর্কে তথ্য দিয়ে টুইট করেছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, এবার আপনার পকেট ও স্বাস্থ্য উভয়েরই যত্ন নিতে পারেন। আপনি অনলাইনে ডাক্তারের পরামর্শ ও ওষুধ কিনতে SBI ক্রেডিট অথবা ডেবিট কার্ড অফার ব্যবহার করতে পারেন। এতে আপনি বিপুল ছাড় পাবেন।



এই ই-মেডিক্যাল অ্যাপে পাবেন ছাড়ের সুবিধা


1. Apollo অনলাইন ঔষধ কেনার ও ই-পরামর্শের উপর ১৮ শতাংশ ছাড় পাবেন।


2. আপনি ফার্ম ইজিতে ঔষধ কিনলে থাকছে ২৫ শতাংশ ছাড়ের সুযোগ।


3. Dr Lal Pathlabs-এ পরীক্ষা করাতে থাকছে ১৫ শতাংশ ছাড়।


4. Indus Health দেবে ১৩ শতাংশ ছাড়৷


5. আপনি Tata 1mg অ্যাপে ওষুধ কেনার উপর পুরো ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।


আরও পড়ুন : Pan Card Update: প্যান কার্ডের এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা ! বন্ধ হবে অ্যাকাউন্ট