Recurring Deposit: এখন মিউচুয়াল ফান্ডে যেভাবে মাসিক কিস্তিতে টাকা জমা দিয়ে শেয়ার বাজারে মানুষ বেশি বেশি বিনিয়োগ করছেন, সেই তুলনায় সাধারণ মানুষের কাছে এখনও ভরসা ব্যাঙ্ক। ব্যাঙ্কে আমানতের মাধ্যমে নিশ্চিত রিটার্নের ভরসা করেন অনেকেই। আর সেই জন্য ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট ইত্যাদির মাধ্যমে আমানত (SBI Recurring Deposit) করে থাকেন বহু মানুষ। এক্ষেত্রে নিশ্চয়তা একটা বড় ব্যাপার। একটা নির্দিষ্ট সময় ধরে, একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিলে নিশ্চিত একটা রিটার্ন পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডের এসআইপির মত ব্যাঙ্কের এই রেকারিং ডিপোজিটেও মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। স্টেট ব্যাঙ্কের এই স্কিমে এভাবেই আপনি ১০ বছরের মধ্যেই লাখপতি হতে পারেন, তাও মাসে মাত্র ৫৮১ টাকা জমিয়ে। কীভাবে দেখে নিন ?


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টার্ম ডিপোজিটের (SBI Recurring Deposit) ক্ষেত্রে এখন ন্যূনতম মাসে ১০০ টাকা পর্যন্ত। ১ থেকে ১০ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করা যায়। একেক মেয়াদে একেক রকম সুদের হার রেকারিং ডিপোজিটে। আবার সাধারণ মানুষের ক্ষেত্রে যে সুদের হার প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তা খানিক বেড়ে যায়।


SBI-তে আমানত করলে কোন মেয়াদে কত সুদ


৭ দিন থেকে ৪৫ দিন- ৩.৫০ শতাংশ


৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৫.৫০ শতাংশ


১৮০ দিন থেক ২১০ দিন – ৬.০০ শতাংশ


২১১ দিন থেকে ১ বছরের কম- ৬.২৫ শতাংশ


১ বছর থেকে ২ বছর পর্যন্ত- ৬.৮০ শতাংশ


২ থেকে ৩ বছরের জন্য – ৭.০০ শতাংশ


৩ বছর থেকে ৫ বছরের জন্য- ৬.৭৫ শতাংশ


৫ থেকে ১০ বছরের জন্য – ৬.৫০ শতাংশ


এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মেয়াদে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হবে।


রেকারিং ডিপোজিটে মাসে ৫৮১ টাকা জমিয়েই লাখপতি


স্টেট ব্যাঙ্কে কেউ যদি রেকারিং ডিপোজিটে (SBI Recurring Deposit) টাকা জমিয়ে ১ লক্ষ টাকা পেতে চান, সেক্ষেত্রে তিনি সাধারণ মানুষ হলে বার্ষিক ৬.৫০ শতাংশ সুদ পাবেন। ফলে মাসে ৫৯২ টাকা করে জমালে ১০ বছর ৩ মাসেই ১ লাখ টাকা পেয়ে যাবেন তিনি। এক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদের হারে তিনি মোট ৭১,০৪০ টাকা জমা করবেন এবং তাঁর বিনিময়ে ২৯০০০ টাকা সুদ পাবেন। অর্থাৎ তাঁর মোট ম্যাচিওরিটি অ্যামাউন্ট হবে ১০ বছর পর ১ লক্ষ ৪০ টাকা।


আরও পড়ুন: Fake Note: নতুন ১০০ টাকার কোন নোটটি আসল নয় ? চিনবেন কী করে