Income Tax Rules: যারা চাকরি করেন বা কোনও পেশায় যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে মাসিক বেতনের একটা অংশ আগে থেকেই কেটে নেওয়া হয় সংস্থার তরফে আর তাকেই বলা হয় টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS)। আয়কর জমা না করলে দফতর (Income Tax) থেকে নোটিশ আসতে পারে, এ বিষয়ে সকলেই অবগত। কিন্তু যারা টিডিএস জমা করেছেন তারাও কি এবার আয়করের নোটিশ পাবেন ?
কী জানালেন সিবিডিটি চেয়ারম্যান
সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) চেয়ারম্যান জানিয়েছেন যে, যাদের আগে থেকেই টিডিএস কেটে নেওয়া হয়েছে, তাদেরকেও নোটিশ পাঠাতে পারে আয়কর বিভাগ। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কর সংক্রান্ত বিরোধ এবং সমস্যা কমাতে চেষ্টা করছে আয়কর বিভাগ। তিনি আরও জানান যে করদাতাদের যে কোনও পরিষেবা যাতে আরও সহজ হয়, তা নিয়ে ভাবা হচ্ছে।
কারা নোটিশ পাবেন
আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত করদাতার টিডিএস (TDS) কেটে নেওয়া হয়েছে, অথচ আয়কর রিটার্ন জমা করেননি তাদের ক্ষেত্রে নোটিশ পাঠানো হতে পারে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমার সময়সীমা শেষ হয়েছে। ২০২৩ সালের ৩১ জুলাই ছিল শেষ দিন, তারপরেও ৩১ ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল করা যেত।
বাজেটে কী বলা হয়েছে কর বিষয়ে
১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করের বিরোধ কমাতে একটি নতুন উদ্যোগ শুরু করেছেন। তিনি বলেন যে, ২০০৯-১০ আর্থিক বছর পর্যন্ত সর্বোচ্চ ২৫ হাজার টাকার কর (Income Tax) মকুব করা হবে এবং একইভাবে ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবর্ষের মধ্যে ১৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া করের মামলাও নিষ্পত্তি করা হবে। এর ফলে প্রায় ১ কোটি করদাতা উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী।
রিফান্ড পিরিয়ডের মেয়াদ কমছে
আগে টিডিএস ফেরত পাবার জন্য আবেদন করলে আয়কর বিভাগের পক্ষ থেকে সে বিষয়ে ১৬ দিন সময় লাগত প্রসেসিং টাইম হিসেবে। গত বছরই এই রিফান্ড প্রসেসিংয়ের সময় কমিয়ে আনা হয়েছে। এখন মাত্র ১০ দিনেই রিফান্ডের প্রসেসিং হয়ে যাবে। অধিকাংশ মানুষই নির্দিষ্ট সময় মেনে কর জমা করেন, ফলে তারা আশা করতেই পারেন যে রিফান্ডও সময়মত পেয়ে যাবেন তারা। আর সেই কথা চিন্তা করেই আয়কর বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ITR Return: আয়কর জমা করবেন, কোন ফর্ম প্রযোজ্য আপনার জন্য ?