ITR Return: আয়কর জমা করবেন, কোন ফর্ম প্রযোজ্য আপনার জন্য ?
মূলত ITR 1 থেকে ITR 6- এই ফর্মগুলি রয়েছে আয়কর রিটার্নের ক্ষেত্রে যার মধ্যে একেক ধরনের করদাতা আয়ের উৎস, আয়ের পরিমাণের উপর ভিত্তি করে একেকটি ফর্ম পূরণ করবেন। ছবি- পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে আয়কর জমার ক্ষেত্রে সঠিক ফর্ম বেছে নেওয়াটাও জরুরি। ফর্ম বাছতে ভুল হলে পরে সমস্যায় পড়তে পারেন আপনি। প্রতিটা ITR ফর্মেরই আলাদা বৈশিষ্ট্য এবং প্রয়োগ রয়েছে। ছবি- পিক্সাবে
প্রথমে আসে ITR 1 (SAHAJ)। মূলত বেতনভুক কর্মী, একটি বাড়ি আছে এবং অন্যান্য সম্পত্তি আছে, তাদের জন্য এই ফর্ম পূরণ করতে হবে। মনে রাখতে হবে, বার্ষিক আয় এক্ষেত্রে হতে হবে ৫০ লাখের নিচে। ছবি- পিক্সাবে
অন্য কোনও ব্যক্তির নামে কর কাটা হয়েছে আর আপনি যদি সেই করের ক্রেডিট নিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ITR 1 ফর্ম নয়। ছবি- পিক্সাবে
ITR 2 ফর্ম মূলত তাদের জন্য, যাদের আয়ের উৎস পেশা বা ব্যবসা নয়। এক্ষেত্রে এই ফর্ম পূরণ করতে গেলে করদাতার মোট আয়ের কোনও অংশ ব্যবসা বা অন্য কোনও পেশার কাজ থেকে এলে প্রযোজ্য হবে না। ছবি- পিক্সাবে
এমনকী যদি সমস্ত করদাতা সুদ, বেতন, বোনাস, কমিশন কিংবা পার্টনারশিপ ফার্ম থেকে সম্মান দক্ষিণা বাব্দ আয় করেন, তাদের জন্য ITR 2 ফর্ম প্রযোজ্য হবে না। ছবি- পিক্সাবে
ব্যবসা বা পেশা থেকে আয় করেন যারা তারা অবধারিতভাবে পূরণ করবেন ITR 3 ফর্মটি। পার্টনারশিপ ফার্মের সাম্মানিক, বেতন, সুদ ইত্যাদি মাধ্যমে আয় হলে এই ফর্ম পূরণ করতে হবে করদাতাকে। ছবি- পিক্সাবে
ITR 4 (SUGAM) ফর্ম মূলত সেই সমস্ত করদাতা এবং LLP ফার্মের জন্য যাদের বার্ষিক আয় ৫০ লক্ষ পর্যন্ত এবং একইসঙ্গে ব্যবসা বা অন্য পেশা থেকে আয়ও আছে। 44AD, 44ADA বা 44AE ধারার অধীনে এই কর ধার্য হবে এক্ষেত্রে। ছবি- পিক্সাবে
ITR 5 ফর্ম পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, LLP ইত্যাদির জন্য প্রযোজ্য। কোনও একক করদাতা এই ফর্ম পূরণ করে আয়কর জমা দিতে পারবেন না। ছবি- পিক্সাবে
সবশেষে আসে ITR 6। ২০১৩ সালের কোম্পানি আইন বা ১৯৫৬ সালের কোম্পানি আইন অনুসারে যে সমস্ত রেজিস্টার্ড সংস্থা রয়েছে, তাদেরকে এই ফর্মের অধীনে আয়কর জমা করতে হবে। তবে কোম্পানির আয় ধর্মীয় বা সেবামূলক কাজে ব্যবহার হয় কোনও সম্পত্তি থেকে এলে, তাদের জন্য এই ফর্ম প্রযোজ্য হবে না। ছবি- পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -