Traffic Rules : বাড়ি থেকে গাড়ি বের করলেই আপনাকে জানতে হবে এই ট্রাফিক রুলস সম্পর্কে। ভারতে রাস্তার দুর্ঘটনা কমাতে ট্রাফিক রুলস তৈরি করা হয়েছে। তাই প্রতিটি নাগরিকের এটি মেনে চলাও বাধ্যতামূলক। আপনি কি জানেন, আপনার ছোট গাড়িতে পাঁচজনের বেশি বসলে দিতে হবে জরিমানা।
ভারতে হেলমেট, সিটবেল্ট থেকে শুরু করে নানা ধরনের ট্রাফিক রুলস রয়েছে। এর মধ্যে একটি হল ওভারলোডিং। আপনি যদি বাণিজ্যিক যানবাহনের জন্য ওভারলোডিং রুলস লঙ্ঘন করেন, তবে আপনাকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। একইভাবে কার এবং বাইকের জন্যও ওভারলোডিং নিয়ে নিয়ম তৈরি করা হয়েছে।
সিট ক্যাপাসিটি অনুযায়ীই যাত্রী বসান
আপনি লক্ষ্য করেছেন যে অনেকেই তাদের গাড়ি বা অন্যান্য যানবাহনে সিট ক্যাপাসিটির চেয়ে বেশি যাত্রী বসিয়ে থাকেন। আপনি যদি এমনটা করেন, তবে মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতে চলাচলকারী ৫ সিটার গাড়িতে ৫ জনের বেশি যাত্রী বসালে আপনাকে প্রতি যাত্রীর জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। একইভাবে দুই চাকার যানবাহনে ওভারলোডিং করলে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং তিন মাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হতে পারে।
বাণিজ্যিক যানবাহনের জন্যও রয়েছে নিয়ম
ওভারলোডিং নিয়ে নিয়ম বাণিজ্যিক যানবাহনের জন্যও কঠোর। ট্রাফিক রুলস অনুযায়ী এমনটা করলে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হতে পারে। এছাড়াও ২০০০ টাকা প্রতি টন অতিরিক্ত জরিমানাও আরোপ করা হতে পারে। এছাড়াও আরও অনেক ট্রাফিক রুলস রয়েছে, যা মেনে চলা বাধ্যতামূলক।
যেমন - লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৫০০০ টাকা, অযোগ্যতার পরও ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য ১০ হাজার টাকা, ওভার স্পিডিং করার জন্য ১০০০ টাকা, ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করার জন্য ৫০০০ এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
আরও পড়ুন এখানে : Mobile SIM Fraud: আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার