Motor Vehicle Act Rules: রাস্তায় ট্রাফিক পুলিশের মুখে পড়েননি এমন বাইকার বা গাড়ির চালকের সংখ্যা খুবই কম। অনেক সময় ট্রাফিক আইন ভঙ্গ হলে আপানার বাইকের চাবি কেড়ে নেন তাঁরা। মনে রাখবেন, রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি চালকদেরও কিছু অধিকার রয়েছে। তা না জানার জন্যই অনেক সময় আমাদের হেনস্থার শিকার হতে হয়। জেনে নিন, এরকম পরিস্থিতিতে ট্রাফিক রুল ঠিক কী বলে।


রাস্তায় প্রত্যেক ব্যক্তির জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘনকারীদেরও ভারী চালান দিতে হয়। বিভিন্ন সময় লোকজন ট্রাফিক নিয়ম ভাঙলে পুলিশ তাতে বাধা দেয়। এই পরিস্থিতিতে অনেকেই পালানোর চেষ্টা শুরু করে। এই ধরনের চালকদের থামাতে অনেক সময় ট্রাফিক পুলিশ গাড়ির চাবি সরিয়ে নেয়। কিন্তু এটা করা কতটা ঠিক? আদৌ ট্রাফিক পুলিশের এই কাজ করার অধিকার আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জেনে নিন, ট্রাফিক পুলিশের গাড়ির চাবি সরানোর ব্যাপারে ট্রাফিক নিয়ম কী 
বলে।


Traffic Rules: কারা জরিমানা নিতে পারে ?


ইন্ডিয়ান মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৩২ অনুসারে, একজন ট্রাফিক পুলিশ কর্মীদের ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা করার জন্য কমপক্ষে একজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) পদে থাকতে হবে। এ ছাড়া এএসআই, সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরের নিয়ম ভঙ্গ করলে জরিমানা করার অধিকার রয়েছে। এ ছাড়া উপস্থিত ট্রাফিক কনস্টেবলরা শুধুমাত্র উল্লিখিত কর্মকর্তাদের সহায়তা করতে পারলেও গাড়ির চাবি সরাতে পারবেন না।


Motor Vehicle Act Rules: এই বিষয়গুলো মাথায় রাখুন


যখনই আপনাকে নিয়ম লঙ্ঘনের জন্য ট্রাফিক পুলিশ বাধা দেয়, তখন চালান কাটার জন্য তাদের কাছে একটি চালান বই বা ই-চালান মেশিন থাকা বাধ্যতামূলক, এটি ছাড়া আপনার চালান কাটা যাবে না।


চালান কাটার জন্য ট্রাফিক পুলিশের ইউনিফর্মে থাকা বাধ্যতামূলক, পাশাপাশি তাদের নাম নাম প্লেটে থাকতে হবে। যদি তা না হয় তাহলে তাদের পরিচয়পত্র চাওয়ার অধিকার আপনার আছে।


ট্রাফিক পুলিশের একজন হেড কনস্টেবল যদি চালানটি কাটে, তাহলে তার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ১০০ টাকা, এর বেশি নয়।


যদি কখনও কোনও পুলিশ সদস্য আপনার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে, তাহলে আপনি সেটির একটি ভিডিও তৈরি করুন ও আপনি আপনার স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন।


যদি ট্রাফিক পুলিশ আপনাকে থামিয়ে গালিগালাজ করে বা ভুল শব্দ ব্যবহার করে তবে আপনি অবিলম্বে তাদের উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করতে পারেন।


যদি আপনার চালান কেটে নেওয়া হয় ও জরিমানার পরিমাণ অবিলম্বে পরিশোধ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত তহবিল না থাকে, তাহলে পরবর্তীতে তা পরিশোধ করার অধিকার আপনার আছে। 
এই অবস্থায় ট্রাফিক পুলিশ আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারে


Car loan Information:

Calculate Car Loan EMI