PM Kisan Samman: অপেক্ষার অবসান। 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) এর অধীনে ১৬,০০০ কোটি টাকার ১২তম কিস্তি পাঠানো হল কৃষকদের। দিল্লিতে রিমোট কল্ট্রোলের মাধ্যমে এই টাকা পাঠালেন প্রধানমন্ত্রী। রাজধানীতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন ২০২২' উদ্বোধনে এই টাকা ট্রান্সফার করেন পিএম মোদি।
PM Kisan: এখনও পর্যন্ত কত টাকা ?
এখন পর্যন্ত ২ লাখ কোটি টাকার বেশি সুবিধা দেওয়া হয়েছে।প্রকল্পের অধীনে, যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ২০০০ টাকার তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকার সুবিধা দেওয়া হয়। PM-KISAN-এর মাধ্যমে যোগ্য কৃষক পরিবারগুলি এখনও পর্যন্ত ২ লক্ষ কোটি টাকারও বেশি সুবিধা পেয়েছে।
আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এক কোটিরও বেশি কৃষক
অনুষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক কোটিরও বেশি কৃষক এই কর্মসূচিতে অংশ নেবেন। সম্মেলনে গবেষক, নীতিনির্ধারক ও অন্যান্য ক্ষেত্রের লোকজনকেও অংশ নিতে দেখা যাবে।
৬০০ পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন
আজ এই একই মঞ্চে প্রধানমন্ত্রী রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনে ৬০০টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র (PMKKs) উদ্বোধন করছেন। এই প্রকল্পের অধীনে, দেশের সার খুচরো আউটলেটগুলিকে পর্যায়ক্রমে PMKSK-এ রূপান্তরিত করা হবে। PMKSK কৃষকদের বিভিন্ন চাহিদা পূরণ করবে ও কৃষি উপকরণ (সার, বীজ, সরঞ্জাম) মাটি, বীজ, সার, কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করবে। এছাড়াও এই কেন্দ্রগুলি বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কে তথ্য দেবে। ব্লক/জেলায় খুচরা বিক্রেতাদের নিয়মিত সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করবে। এই কেন্দ্রগুলির মাধ্যমে ৩.৩ লক্ষেরও বেশি খুচরো সারের দোকানগুলিকে PMKSK-তে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে৷
ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার প্রকল্প চালু
অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ভারতীয় গণ সার প্রকল্প - এক জাতি এক সার চালু করেছেন। এই প্রকল্পের অধীনে, প্রধানমন্ত্রী ভারত ইউরিয়া ব্যাগ চালু হয়েছে, যা কোম্পানিগুলিকে 'ভারত' নামে একক ব্র্যান্ডের অধীনে সার বাজারজাত করতে সাহায্য করবে।
এগ্রিকালচার স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন
এই মঞ্চেই প্রধানমন্ত্রী এগ্রিকালচার স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন করেন। প্রায় ৩০০টি স্টার্টআপ তাদের উদ্ভাবন প্রদর্শন করেছ এখানে। যাতে যথার্থ চাষ, ফসল-পরবর্তী, মূল্য সংযোজন সমাধান, সহযোগী কৃষি, সম্পদের অপচয়, ক্ষুদ্র কৃষকদের জন্য যান্ত্রিকীকরণ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আরজি-লজিস্টিক ইত্যাদি নিয়ে কাজ করছে এই স্টার্টআপগুলি। প্ল্যাটফর্মটি স্টার্টআপদের কৃষক, এফপিও, কৃষি-বিশেষজ্ঞ, কর্পোরেট ইত্যাদির সাথে যোগাযোগ করতে সহায়তা করবে। স্টার্টআপগুলি তাদের অভিজ্ঞতা শেয়ার করবে ও প্রযুক্তিগত সেশনে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করবে।
PM-কিষাণ কিস্তি চেক করার পদক্ষেপ
১ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যান - https://pmkisan.gov.in/ এখন
২ হোমপেজে ‘Farmer’s Corner Section খুঁজুন
৩ 'বেনিফিশিয়ারি স্ট্যাটাস' বিকল্পটি নির্বাচন করুন।
৪ এখানে, সুবিধাভোগী তার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।
৫ তালিকায় কৃষকের নাম ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে তার পরিমাণ থাকবে।
৬ এখন আপনার আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর লিখুন।
৭ তারপর ‘Get data’-য় ক্লিক করুন