কলকাতা: দীর্ঘদিন ধরে জমা রয়েছে টাকা। কোথাও স্থায়ী আমানত রূপে কোথাও বা অন্যভাবে। সেই Unclaimed Deposit-এর কীভাবে খোঁজ পাবেন? ব্যাঙ্কের দোরে দোরে ঘুরে বেড়াতে হবে? একেবারেই না, গ্রাহকদের সুবিধার জন্য একটি নতুন ওয়েব পোর্টাল চালু করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। যার নাম UDGAM (Unclaimed Deposits – Gateway to access Information). 


১০ বছর ধরে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে কোনও টাকা একইরকম ভাবে পড়ে রয়েছে এমন হলে অথবা কোনও আমানতের ম্যাচিউরিটি ডেট (Maturity Date) পেরনোর পরে ১০ বছর ধরে সেই টাকা না তোলা হলে সেটিকে দাবিহীন আমানত বা Unclaimed Deposit বলা হয়ে থাকে।


দাবিহীন আমানত বা Unclaimed Deposit কোন কোন ব্যাঙ্কে রয়েছে, সেগুলি একবারেই -একজায়গায় যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্যই এই কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালের মাধ্য়মে সাধারণ গ্রাহকরা সহজেই এই ধরনের জমে থাকা টাকার খোঁজ পেতে পারেন। কিন্তু কীভাবে ব্য়বহার করা যাবে এই পোর্টাল?


UDGAM পোর্টালে রেজিস্ট্রেশন কীভাবে?
১. প্রথমেই যেতে হবে এই পোর্টালে (https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/register)
২. ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। নাম দিতে হবে।
৩. একটা পাসওয়ার্ড দিতে হবে, ক্যাপচা দিন
৪. এবার চেকবক্সে টিক করে নেক্সট ক্লিক করলেই OTP এসে যাবে।


UDGAM পোর্টালের মাধ্য়মে কীভাবে দাবিহীন আমানত বা Unclaimed Deposit-এর খোঁজ করা যায়?


১. প্রথমেই যান- https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login এই ওয়েবসাইটে। 
২. এরপর আপনার ফোন নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিন। এবার যে ওটিপি এল সেটা দিন।
৩. যাঁর নামে খুঁজছেন, তাঁর নাম নির্দিষ্ট জায়গায় দিন। তালিকা থেকে ব্যাঙ্কের নাম বেছে নিন।
৪. কয়েকটি অপশন দেওয়া রয়েছে দেখতে পারবেন। সেখান থেকে কোনও একটি বা একাধিক বিভাগের নির্দিষ্ট তথ্য দিতে হবে।
PAN, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ
৫. এরপর সার্চ অপশনে ক্লিক করলেই, যদি কোনও দাবিহীন আমানত পড়ে থাকে, তার তালিকা সামনে চলে আসবে।


এখনও পর্যন্ত কয়েকটি ব্যাঙ্ক সংক্রান্ত খোঁজ এই পোর্টাল থেকে পাওয়া যাবে। সেগুলি হল?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক (Punjab National Bank)
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেড
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড
ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড
সিটিব্যাঙ্ক


অন্য যে যে ব্যাঙ্ক রয়েছে, সেগুলির ক্ষেত্রেও এই সুবিধা চলে আসবে চলতি বছরের অক্টোবরের মধ্যে।


আরও পড়ুন: রেশনের সঙ্গে জুড়তে হবে আধার? অনলাইনেই চটজলদি সমাধান