Aadhaar Card: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI এখনও পর্যন্ত ১.১৭ কোটি ১২ অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের (Aadhaar Number) অপব্যবহার রোধ করার জন্য। এই উদ্যোগের অধীনে UIDAI একটি নতুন পরিষেবা চালু করেছে, ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধীত মৃত্যুর জন্য ‘মাই আধার’ পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে।

যাতে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন। বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে (Aadhaar Number) বলা হয়েছে, আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিএআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে।

আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য UIDAI বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে। UIDAI জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল (Aadhaar Number) থেকে প্রায় ১.৫৫ কোটি মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে। যথাযথ যাচাইয়ের পরে প্রায় ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় ৬.৭ লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে।

রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বার-এর অধীনে পরিবারের কোনও সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনও সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্কের প্রমাণ দিতে হবে। সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য আরও অনেক তথ্য দিতে হবে। আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই কাজের জন্য UIDAI রাজ্য সরকারগুলিরও সহায়তা করছে।

একটি পাইলট প্রকল্প হিসেবে ১০০ বছরের বেশি বয়সী আধার কার্ডধারকদের তথ্য রাজ্য সরকারগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে যাতে তারা জীবিত কিনা তা জানা যায় সহজেই। যাচাইকরণ রিপোর্ট পাওয়ার পরেই এই আধার নম্বর স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে তোলা হবে।