UIDAI Latest News Update: রেশনের জন্য সমস্যায় পড়তে হবে না। এবার থেকে দেশের যেকোনও জায়গা থেকে তুলতে পারবেন আপনার রেশন। সম্প্রতি এমনই সুবিধা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ট্যুইট করে এই নতুন সুবিধার বিষয়ে জানিয়েছে খোদ ইউনিক 
আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।


UIDAI দিয়েছে এই সুখবর
আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগবে। এখন থেকে আপনি সারা দেশে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে অথবা কার্ড অনুযায়ী সস্তা রেশনের সুবিধা নিতে পারবেন।UIDAI নিজেই এই বিষয়ে তথ্য দিয়েছে। 


কী বলেছে UIDAI ?
দেশের আধার প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে, এখন আপনি সারা দেশে আধারের মাধ্যমে রেশন নিতে পারবেন। এর জন্য আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। ইউআইডিএআই নিজেই এই তথ্য দিয়েছে।



Aadhaar Card: আধার নিয়ে ট্যুইট
UIDAI তার অফিশিয়াল টুইটে লিখেছে, এখন আপনি আধারের মাধ্যমে সারা দেশের যেকোনও জায়গায় রেশন নিতে পারবেন। তবে এর জন্য আপনার আধার আপডেট করা প্রয়োজন। ওয়ান নেশন ওয়ান আধার কর্মসূচির মাধ্যমে আপনি আধার কার্ড থেকে সারা দেশে রেশন নিতে পারেন।


আধার কেন্দ্রে যোগাযোগ করুন
আপনি যদি আপনার আধার কার্ড আপডেট করতে চান, তাহলে কাছের আধার কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, অফিশিয়াল ওয়েবসাইট https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ -এর মাধ্যমেও কেউ আধার কেন্দ্রে খোঁজ নিতে পারেন।


টোল ফ্রি নম্বর সেট করুন
বর্তমানে আপনি আপনার গৃহস্থলির কাজ থেকে শুরু করে ব্যাঙ্ক পর্যন্ত সব কাজ আধারের মাধ্যমে করেন। তাই এই কার্ড আপডেট রাখা জরুরি। আপনার যদি আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তাহলে আপনি টোল ফ্রি নম্বর 1947-এও যোগাযোগ করতে পারেন। আপনি এখানে আধার সম্পর্কিত সব তথ্য পাবেন। 


ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে যা, তা হল আধার। ব্যাঙ্কের কোনও কাজ, সরকারি কোনও প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনও বিষয় বা প্রভিডেন্ট ফান্ড-যাই হোক না কেন। প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। ফলে আধারে যাতে সব প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে থাকে তা দেখা ভীষণ প্রয়োজন।