Budget 2022 For Salaried: কোভিডকালে(Covid 19 অফিসে যাওয়া নিয়ে তৈরি হয়েছে বিধিনিষেধ। কাজ বজায় রাখতে বাড়িতেই গড়ে তুলতে হয়েছে ছোট অফিস। যার ফলে খরচ বেড়েছে কর্মীদের। আগামী বাজেটে এই ধরনের কর্মীদের জন্য আসতে পারে সুখবর। Work From Home Allowance বা আয়করে ছাড়ের মতো ঘোষণা করতে পারে সরকার।
Budget 2022: বর্তমানে অফিসের কাজ বাড়ি থেকে করায়, বেতনভোগী শ্রেণির (Salaried Class)খরচ বেড়েছে।বিদ্যুতের বিল( Electricity Bill),ইন্টারনেট খরচ(Internet Expenses), আসবাবপত্র বাবদ ব্যয় করতে হচ্ছে কর্মীকে।অফিসে গিয়ে কাজ করলে এই ব্যয়ের ভার পড়ে কোম্পানির ওপর। যদিও এখন সেই ব্যয় বহন করতে হচ্ছে কর্মীদের। শিশুদের ঘরে বসে অনলাইন ক্লাসের ( Online Classes)কারণে করদাতাদের ব্যয় বেড়েছে। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেটের কারণে পকেটে টান পড়েছে সাধারণ বেতনভোগী গৃহস্থ্যের।
Budget 2022 For Salaried: সাউথ ব্লক সূত্রে খবর, বাড়ি থেকে কাজ করা বেতনভোগীদের জন্য বিশেষ কর ছাড়ের ব্যবস্থা করতে পারে সরকার। এ ছাড়াও থাকতে পারে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউন্স ( Work From Home Allowance)। ব্রিটেনে ইতিমধ্যেই চালু হয়েছে এই সুবিধা। সে দেশের সরকার ওয়ার্ক ফ্রম হোমের জন্য কর্মীদের প্রতি সপ্তাহে 6 পাউন্ড কর ছাড় দেয়।
সেখানকার মানুষকে বাড়তি ব্যয়ের বোঝা থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের সরকার। ব্রিটেন থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার বাজেটে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউন্স ঘোষণা করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Budget 2022: বাড়ি থেকে কাজ করলে করে ছাড়
ইতিমধ্যেই Deloitte ডেলয়েট তার আসন্ন-বাজেট নোটে এই ঘোষণার আশা প্রকাশ করেছে। বাড়ি থেকে কাজ করেন এমন কর্মীদের ৫০,০০০ টাকা অতিরিক্ত কর ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা। একই পরামর্শ দিয়েছে ICAI (ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া)। ICAI এর অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে এক লাখ টাকা করার পরামর্শ দেওয়া হয়েছে।