Fixed Deposit : এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank)। স্থায়ী আমানতে (FD Interest Rates) শূন্য দশমিক ২ শতাংশ সুদের হার কমিয়েছে SBI । ১৬ মে থেকে কার্যকর করা হয়েছে নতুন সুদের হার। সাধারণ ও প্রবীণ নাগরিক উভয় ক্ষেত্রেই কমেছে এই সুদের হার।

কী বলছে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটSBI-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যাঙ্কের সব স্থায়ী আমানতের স্কিমে এই নতুন ২০ বিপিএসের সুদের হার কমানোর ঘোষণা বাস্তবায়িত হবে। ব্যাঙ্কের সাম্প্রতিক সুদ কমানোর অতীত বলছে, গত মাসেই ফিক্সড ডিপোজিটে সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ১৫ এপ্রিল এই সুদ কমিয়েছিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক। ঠিক একমাস পরই আবার সেই পথেই হাঁটল SBI ।

কোন কোন ক্ষেত্রে এই সুদের হারে বদলস্টেট ব্যাঙ্কের সকল মেয়াদে ২০ বিপিএস হ্রাসের পর এসবিআই সাধারণ নাগরিকদের জন্য ৩ কোটি টাকার কমে বার্ষিক ৩.৩০% থেকে ৬.৭০% (বিশেষ এফডি ছাড়া) এফডি সুদের হার অফার করছে। এর আগে এসবিআই ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য বার্ষিক ৩.৫০% থেকে ৬.৯% (বিশেষ এফডি আমানতের সুদের হার ছাড়া) সুদের হার অফার করেছিল। 

মেয়াদ-দিনকাল         নতুন সুদের হার৭-৪৫                             ৩.৩৪৬-১৭৯                         ৫.৩১৮০-২১০                       ৬.০৫২১১-১ বছর                    ৬.৩১-২ বছর                        ৬.৫২-৩                              ৬.৭৩-৫                              ৬.৫৫৫-১০                            ৬.৩    

অমৃত বৃষ্টি স্কিম: এসবিআই-এর বিশেষ এফডি স্কিমএসবিআই তাদের বিশেষ এফডি স্কিম অমৃত বৃষ্টিতে সুদের হার ২০ বিপিএস কমিয়েছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, "অমৃত বৃষ্টি স্কিমের একটি নির্দিষ্ট মেয়াদ ৪৪৪ দিন, যা সাধারণ জনগণের জন্য ৭.০৫% থেকে সংশোধিত হয়ে ৬.৮৫% করা হয়েছে।"