PF Withdrawal :  ATM  থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে সম্প্রতি বড় খবর দিয়েছিল সরকার। এর মধ্যেই EPFO দিল বড় আপডেট। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) UPI-এর মাধ্যমে PF ক্লেমের প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে চলেছে।


কে দিয়েছে এই সুখবর
শ্রম ও কর্মসংস্থান সচিব সুমিতা দাওরা সোমবার বলেছেন, UPI 2025 সালের মে শেষ নাগাদ EPFO ​​সিস্টেমকে এক ছাতার তলায় নিয়ে আসবে। এর ফলে 7.5 কোটি সক্রিয় EPF সদস্যরা উপকৃত হবেন। এর মাধ্যমে PF অ্যাকাউন্টে টাকা বা ক্লেম মিনিটেই ট্রান্সফার করা হতে পারে।


কী থাকবে নতুন ব্যবস্থায় ?
বর্তমানে গ্রাহকদের 1 লক্ষ টাকা পর্যন্ত ক্লেমগুলি অটোমেটিক ভ্যাবস্থার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়। এখন সেগুলি UPI-এর মাধ্যমে আরও দ্রুত পাওয়া সম্ভব হবে৷ এগুলি ছাড়াও, অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের UPI অ্যাপে (যেমন PhonePe, Google Pay, Paytm) EPFO ​​অ্যাকাউন্ট লিঙ্ক করতে সক্ষম হবেন। একই সঙ্গে অটো-ক্লেম সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ সদস্য যোগ্য হলে সঙ্গে সঙ্গে টাকা জমা দেওয়া হবে। এখন পর্যন্ত, ক্লেম প্রক্রিয়াকরণে 3 দিন সময় লাগে, UPI পরে কয়েক মিনিটের মধ্যে এই টাকা পাওয়া যাবে।


ডেটাবেস ও পেনশন সিস্টেমে নতুন সংস্কার করছে সরকার
এই প্রথমবার EPFO ​​একটি সেন্ট্রালাইজ ডেটাবেস তৈরি করেছে, যা সম্পূর্ণরূপে স্থিতিশীল হতে 2-3 সপ্তাহ সময় লাগবে।


78 লক্ষ পেনশনভোগী এখন যেকোনও ব্যাঙ্ক থেকে পেনশন পেতে সক্ষম হবেন (আগে শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্ককে এই দায়িত্ব দেওয়া ছিল)।


RBI-এর পরামর্শে সেন্ট্রালাইজ পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে।


নতুন কর্মসংস্থান সংক্রান্ত প্রকল্প


এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (ইএলআই) স্কিমের বাজেট 10,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হয়েছে। কর্মরত যুবক, বর্তমান কর্মচারী এবং প্ল্যাটফর্মের কর্মীরা এতে উপকৃত হবেন। প্ল্যাটফর্ম কর্মীরা অনলাইন PMJAY স্কিমের অধীনে বিনামূল্যে স্বাস্থ্য বিমাও পাবেন।


কখন UPI সুবিধা পাওয়া যাবে ?
EPFO ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) থেকে পরামর্শ নিয়ে একটি প্রস্তাব তৈরি করেছে। ফ্রন্টএন্ড পরীক্ষার পর মে মাসের শেষের দিকে UPI চালু হবে।  এতদিন এটিএম থেকে পিএফের টাকা তোলার কথা ছিল। ইপিএফও নির্দেশ দিয়েছে, কয়েক মাসের মধ্যে এটিএম সুবিধাও শুরু হবে। এখন যদি PF অ্যাকাউন্ট সরাসরি UPI-এর সঙ্গে লিঙ্ক করা হয়, তাহলে মানুষের খুব কমই ATM লাগবে।