UPI vs UPI Lite: আজকাল আমরা ইউপিআই (UPI) এবং ইউপিআই লাইট (UPI Lite)- এই দু'ধরনের পেমেন্ট সিস্টেমের সঙ্গেই পরিচিত। অনেক মিল থাকলেও ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। অনেকেই সেই ফারাকগুলি জানেন না হয়তো। চলুন আজ ইউপিআই এবং ইউপিআই লাইট সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই মাধ্যমই হল ডিজিটাল পেমেন্ট সিস্টেম। যাবতীয় আর্থিক লেনদেন সম্পন্ন হয় অনলাইনে।
ইউপিআই- এটি হল 24X7 পেমেন্ট সিস্টেম। দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ইনস্ট্যান্ট টাকার আদান-প্রদান করতে সাহায্য করে এই ইউপিআই পেমেন্ট সিস্টেম। আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর সেট করা থাকে ইউপিআই পিন। ওই পিন নম্বরের মাধ্যমেই টাকার লেনদেন হয়। ইউপিআই পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে জনপ্রিয় অ্যাপ হল গুগল পে, ফো পে ইত্যাদি। ইউপিআই লাইট- একদম সাধারণ স্তরে অনলাইন মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ইউপিআই লাইট ব্যবহার করা হয়। রিয়েল টাইমে স্বল্প মূল্যের লেনদেনে সাহায্য করে ইউপিআই লাইট মাধ্যম।
ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে পার্থক্য
ইউপিআই লাইট মূলত টাকা পাঠানোর ব্যাপারেই নজর দেয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেম চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সাধারণভাবে যে ইউপিআই সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, তারই আরও সরলীকৃত একটি ভার্সান হল এই ইউপিআই লাইট। কম পরিমাণ টাকার লেনদেনের ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম খুবই কার্যকরী। ব্যাঙ্ক প্রসেসিংয়ে অসুবিধা বা অন্য কোনও কারণেও এই পেমেন্ট সিস্টেমে টাকার লেনদেন অসফল হয় না। অন্যদিকে ইউপিআই- এর মাধ্যমে ইউজার বেশি পরিমাণ টাকা আদানপ্রদান করতে পারেন অনলাইন মাধ্যমে।
কম পরিমাণ টাকা লেনদেনের জন্যই এই ইউপিআই লাইট অ্যাপ ডিজাইন করা হয়েছে। ইউপিআই- এর ক্ষেত্রে প্রতিদিন টাকা লেনদেনের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। তবে ইউপিআই লাইটের ক্ষেত্রে এই পরিমাণ সর্বোচ্চ ৪০০০ টাকা। ২৪ ঘণ্টায় এই পরিমাণ টাকা ট্রানজাকশন করা যাবে। তবে কত বারে করবেন সেখানে সীমাবদ্ধতা নেই। তবে একবারে সবচেয়ে বেশি ২০০ টাকা পাঠানো যাবে। যে
সব ব্যাঙ্ক ইউপিআই পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে এবং NPCI সাপোর্ট রয়েছে তাদের গ্রাহকরা ইউপিআই - এর সুবিধা পাবেন। BHIM, Google Pay, Paytm, PhonePe এইসব অনলাইন পেমেন্ট অ্যাপ হোক কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে (নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে তাদের অ্যাপে) আর্থিক লেনদেন করা যাবে।
ইউপিআই লাইটের সুবিধা পাওয়া যাবে BHIM অ্যাপে। এছাড়াও এই সুবিধা রয়েছে পেটিএম- এর ক্ষেত্রে। আপাতত ৮টি ব্যাঙ্কে ইউপিআই লাইটের সুবিধা রয়েছে। ইউপিআই লাইট গ্রাহকদের কাছে এসএমএসের মাধ্যমে আর্থিক লেনদেনের খতিয়ান আসবে। অন্যদিকে ইউপিআই- এর ব্যবহারকারীরা ফোনের ইউপিআই অ্যাপে গিয়েই ব্যাঙ্ক ব্যালেন্স দেখে নিতে পারবেন। ইউপিআই অ্যাপে একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টায় ইউপিআই পিন দিয়ে ২০ বার ট্রানজাকশন করা যাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ৪ বা ৬ ডিজিটের পিন প্রয়োজন। তবে ইউপিআই লাইটে এ জাতীয় পিন নম্বরের প্রয়োজন এই।
আরও পড়ুন- গোটা ট্রেনটাই আপনার হতে পারে! মাত্র এই টাকাতেই হবে বুকিং!