Vande Bharat Sleeper Charges : বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনে টিকিট (Vande Bharat Sleeper Ticket) কাটার আগে আপনার অবশ্যই জানা উচিত এই বিষয়গুলি। অন্যথায় কোনও কারণে টিকিট বাতিল করার ক্ষেত্রে পাবেন না কোনও টাকা। জেনে নিন, কী রয়েছে টিকিট বাতিলের নিয়ম।

Continues below advertisement

কতটা দূরত্ব অতিক্রম করবে বন্দে ভারতএখন দূরপাল্লার যাত্রার জন্যও মানুষ বন্দে ভারত ট্রেনের বিলাসবহুল সুবিধা পাবেন, যা যাত্রাকে আরামদায়ক করে তুলবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া- অসমের গুয়াহাটির মধ্যে চলবে এবং প্রায় ৯৬৮ কিলোমিটার দূরত্ব প্রায় ১৪ ঘণ্টায় অতিক্রম করবে।

ট্রেনের নিয়মকানুন কিছুটা আলাদাযদিও এই ট্রেনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে, তবে এই ট্রেনের নিয়মকানুনও কিছুটা আলাদা। আপনি যদি একটি সাধারণ ট্রেনের টিকিট বুক করে পরে বাতিল করেন, তবে আপনাকে খুব বেশি টাকা দিতে হয় না; শুধু একটি সামান্য বাতিলের চার্জ কাটা হয়। তবে, বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট বাতিল করলে আপনাকে রাজধানী ট্রেনের টিকিট বুক করার সমান পরিমাণ টাকা দিতে হবে। সম্পূর্ণ হিসাবটি জেনে নিন এখানে।

Continues below advertisement

এখন টিকিট বাতিল করলে কত টাকা কাটা হবে ?নতুন রেলওয়ের নির্দেশিকা অনুসারে, বন্দে ভারত স্লিপার ট্রেনের নিশ্চিত টিকিট বাতিল করলে যাত্রার সময়ের ওপর নির্ভর করে। সবচেয়ে বড় পরিবর্তন হল, এখন সর্বনিম্ন টাকা কাটার পরিমাণ একটি শতাংশ হারে করা হবে। যার অর্থ, টিকিট কেনার পর যেকোনও সময় বাতিল করলে আপনাকে ভাড়ার কমপক্ষে ২৫ শতাংশ চার্জ দিতে হবে। যদি আপনি নির্ধারিত যাত্রার সময়ের ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তবে আপনাকে ভাড়ার ৫০ শতাংশ হারাতে হবে। এছাড়াও, যদি আপনি ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন, তবে আপনি এক পয়সাও ফেরত পাবেন না। আপনার পুরো ভাড়াটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই, বন্দে ভারত স্লিপার টিকিটের বাতিলকরণ নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

এই টাকায় আপনি একটি রাজধানী টিকিট পেয়ে যাবেন।বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বাতিলের জন্য যে পরিমাণ টাকা কাটা হয়, তা দিয়ে আপনি অনেক রুটে একটি নিশ্চিত রাজধানী এক্সপ্রেসের টিকিট পেতে পারেন। ধরুন, একজন যাত্রী ৪,০০০ টাকায় একটি দূরপাল্লার বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বুক করেছেন। যদি তিনি ৭২ থেকে ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তবে তার প্রায় ২,০০০ টাকা কেটে নেওয়া হবে। এই টাকায় আপনি রাজধানী এক্সপ্রেসে একটি থার্ড এসি টিকিট বা অনেক ক্ষেত্রে একটি সেকেন্ড এসি টিকিটও পেতে পারেন। এর মানে হলো, একটিমাত্র ভুল বা পরিকল্পনা পরিবর্তনের কারণে যাত্রীদের একটি বড় অঙ্কের টাকা লোকসান হতে পারে, যা দিয়ে অন্য কোনো প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করা যেত।

এই নিয়মটি অন্যান্য ট্রেনের থেকে কীভাবে আলাদা ?বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বাতিলের নিয়ম অন্যান্য ট্রেন এবং বর্তমান বন্দে ভারত চেয়ার কার ট্রেনগুলোর থেকে বেশ আলাদা। সাধারণ ট্রেনে, নির্ধারিত যাত্রার সময়ের আগে টিকিট বাতিল করলে একটি নির্দিষ্ট ফ্ল্যাট ফি নেওয়া হয়। উদাহরণস্বরূপ, ফার্স্ট এসির জন্য ২৪০ টাকা, সেকেন্ড এসির জন্য ২০০ টাকা, থার্ড এসির জন্য ১৮০ টাকা, স্লিপারের জন্য ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা কাটা হয়। দূরত্বের ওপর নির্ভর না করে বাতিলকরণের চার্জ স্থির থাকে। তবে, বন্দে ভারত স্লিপারে ফ্ল্যাট চার্জের পরিবর্তে একটি নির্দিষ্ট শতাংশ হারে টাকা কাটা হবে।