Election Commission : আপনার নাম যদি ভোটার তালিকা (Voter List) থেকে বাদ পড়লে চিন্তা করবেন না। এই উপায়ে দ্রুত নাম ভোটার লিস্টে জুড়তে পারবেন। জেনে নিন, কীভাবে অভিযোগ জানিয়ে ফের ভোটার লিস্টে নাম তুলতে পারবেন।
তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারবেন ?
মনে রাখবেন আপনার কাছে পরিচয়পত্র থাকলেও একবার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে ভোট দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আগেভাগে ভোটার তালিকায় আপনার নাম তুলুন। সেই ক্ষেত্রে এখানে আগে অভিয়োগ করুন। পরে দ্রুত নাম তোলার জন্য় নীচের পদ্ধতি অবলম্বন করুন।
আপনি চাইলে অনলাইনে অভিযোগ করতে পারেন
ভোটের আগে লিস্ট থেকে নাম বাদ গেলে আপনাকে প্রথমে এখানে অভিযোগ করতে হবে। এই অভিযোগ আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন।
১ অনলাইনে এই অভিযোগ করতে প্রথমে আপনাকে National Voter Service Portal (NVSP) https://voters.eci.gov.in/ যেতে হবে।
২ এবার আপনাকে দ্বিতীয় পর্বে 'Register Complaint' অথবা 'Share Suggestion'-এ ক্লিক করতে হবে।
৩ এবার এখানে আপনার অ্য়াকাউন্ট তৈরি করতে হবে।
৪ যদি আপনার এখানে আগেই অ্য়াকাউন্ট থাকে, তবে ফের লগ ইন।
৫ এবার আপনি এখানে আপনার অভিযোগ জমা করতে পারেন।
আপনি বুথ লেভেল অফিসারের কাছে বলুন
একবার অভিযোগ জানানোর পরে আপনি আপনার এলাকার বুথ লেভেল অফিসারের Booth Level Officer (BLO) -এর সঙ্গে দেখা করুন। অফিসারের কাছে আপনি ফর্ম ৬ জমা দিন। এতে আপনার পাসপোর্ট সাইজের ফটো ও কিছু নথি দিতে হবে। এরপরই আপনার নাম ভোটার তালিকায় ফের উঠে যাবে।
Election Commission :এলাকা বদল করলে এইভাবে ভোটার লিস্টে নাম তুলুন
কোনও কারণে আপনি শহরের এক এলাকা থেকে অন্য জায়গায় ঠিকানা বদল করলে আগের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিন। এরপর আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নতুন ৭ নম্বর ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর আপানকে বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে ওই ফর্ম জমা দিতে হবে। সেখানে আপনাকে নতুন ঠিকানা, ছবি সহ প্রামাণ্য় নথি জমা দিতে হবে। এভাবে আপনার নাম নতুন ঠিকার ভোটার তালিকায় উঠে যাবে।