New Finance Rule 2025 : নতুন বছর শুরু হতে হাতে আর কয়েকটা দিন। ১ জানুয়ারি থেকেই বদলে যাবে অনেক নিয়ম। যার সরাসরি প্রভাব পড়বে আমার-আপনার জীবনে। গ্যাস সিলিন্ডার (LPG Cylinder), গাড়ির দাম বৃদ্ধি (Car Price Hike), পেনশন রুলস (Pension Rules) ছাড়াও আরও অনেক কিছু নিয়ম বদলে যাবে নতুন বছরে।
১ গাড়ির দাম বৃদ্ধি
জনুয়ারি থেকেই ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি, হুন্ডাই, মহিন্দ্রা, টাটা ছাড়াও মার্সিডিজের মতো কোম্পানিগুলি। সেই অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩-৪ শতাংশ গাড়ির দাম বৃদ্ধি করবে এই কোম্পানিগুলি। কার কোম্পানিগুলি জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই গাড়ির দাম বাড়াতে হয়েছে তাদের। তাই ১ জানুয়ারি থেকে গাড়ি কিনলে বেশি টাকা খরচ করতে হবে আপনাকে।
২ গ্যাসের দাম বৃদ্ধি
নিয়ম অনুয়ায়ী প্রতি মাসের প্রথম দিন গ্যাসের দাম নির্ধারণ করে তেল ও গ্যাস কোম্পানিগুলি। দেশের সাম্প্রতিক অতীত বলছে, বিগত কয়েক মাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি। বর্তমানে ৮০৩ টাকা যাচ্ছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম (দিল্লিতে)। যদিও ক্রমাগত বেড়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৭৩.৫৮ ডলার চলছে। এখন দেখার ১ জানুয়ারি এলপিজি সিলিন্ডারের দাম কমে না বাড়ে ?
৩ পেনশন তোলার নিয়মে পরিবর্তন
১ জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে EPFO। এবার থেকে দেশের যেকানও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন ইপিএফও সদস্যরা। এরজন্য তাদের কোনও ব্য়াঙ্কে আলাদা করে ভেরিফিকেশন করা হবে না। যা অনেকটাই পেনশন হোল্ডারদের স্বস্তি দেবে।
৪ অ্য়ামাজন প্রাইম মেম্বারশিপে নতুন নিয়ম
Amazon Prime membership-এ ১ জানুয়ারি থেকে আপনি একটি অ্যাকাউন্টে দুটি টিভিতে স্ট্রিং চালানো যাবে। কেউ যদি তৃতীয় স্ট্রিম চালাতে চায় তাহলে তাকে আলাদাভাবে সদস্য হতে হবে। আগে অ্যামাজন প্রাইমের একটি অ্যাকাউন্টে পাঁচটি প্রাইম স্ট্রিম চালানো যেত।
৫ ইন্টারনেট কানেকশন ছাড়া UPI পের নিয়মে বদল
১ জানুয়ারি ২০২৫ থেকে আপনি ইন্টারনেট ছাড়া UPI পে সীমা বৃদ্ধি করতে পারবেন। মানে এবার থেকে আপনি ১০ হাজার টাকা এই পেমেন্ট সিস্টেমের মাধ্য়মে লেনদেন করতে পারবেন। আগে এই লেনদেনর সীমা ছিল সর্বোচ্চ ৫ হাজার টাকা।
আরও পড়ুন : Aadhaar Card: আধার কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !