Pocket UPI: 'পকেট ইউপিআই', ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না করেই হবে আর্থিক লেনদেন, আর কী কী সুবিধা থাকছে?

Mobikwik Pocket UPI: পকেট ইউপিআই আসলে কী? কেন চালু হয়েছে? ইউজাররা কী কী সুবিধা পাবেন? জেনে নেওয়া যাক বিস্তারিত।

Continues below advertisement

Pocket UPI: ইউপিআই- (UPI) এর সঙ্গে আমরা আজকাল প্রায় সকলেই পরিচিত। তবে এবার উঠে এসেছে একটি নতুন বিষয় যার নাম পকেট ইউপিআই (Pocket UPI)। এই পকেট ইউপিআই আসলে কী? কারা এর স্রষ্ট্রা? এর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া সম্ভব? চলুন জেনে নেওয়া যাক সবিস্তারে। প্রথমেই বলে রাখা ভাল এই পকেট ইউপিআই তৈরি করেছে Mobikwik, যারা একটি ভারতীয় পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (Indian Payment Service Provider)। মূলত মোবাইল ফোন ভিত্তিক পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেটের (Digital Wallet) মাধ্যমেই Mobikwik- এর দ্বারা আর্থিক লেনদেন হয়। ২০০৯ সালে তৈরি হয়েছে এই Mobikwik সংস্থা। ২০১৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই Mobikwik সংস্থাকে মান্যতা দিয়েছিল। এর মাধ্যমে ইউজাররা একটি অনলাইন ওয়ালেটে টাকা রাখেন। পরবর্তীতে সেখান থেকে করা হয় বিভিন্ন পেমেন্ট। এই Mobikwik সংস্থাই পকেট ইউপিআই- এর ধারণা এনেছে। চলুন জেনে নেওয়া যাক সবিস্তারে।

Continues below advertisement

পকেট ইউপিআই আসলে কী

Mobikwik মাধ্যমের একটি নতুন ফিচার এই পকেট ইউপিআই। এর সাহায্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা সংযুক্ত না করেই ইউপিআই পেমেন্ট করতে পারবেন ইউজাররা। বিভিন্ন ধরনের প্রতারণার হার কমানোই এই ফিচার চালু করার অন্যতম উদ্দেশ্য। এর পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেকসময়েই ইউজাররা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। সেইসব অসুবিধা দূর করার জন্যেও Mobikwik পেমেন্ট মাধ্যমে চালু হয়েছে পকেট ইউপিআই ফিচার। একাধিক মাধ্যমে কাজ করতে পারে Mobikwik Pocket UPI ফিচার, যেমন- মার্চেন্ট কিউআর কোড, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং পিয়ার-টু-পিয়ার ট্রান্সফার। Mobikwik আরও জানিয়েছে যে ইউজাররা তাদের ওয়ালেটে টাকা যুক্ত করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এমনকি ইউপিআই- এর মাধ্যমেও। এছাড়াও থাকছে RuPay, Visa, American Express এবং Diners Club এইসব কার্ডের সাপোর্ট। 

Mobikwik Pocket UPI- এর মূল লক্ষ্য কী

ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে প্রতিটি ট্রানজাকশন সেটা অল্প টাকার হোক কিংবা বেশি, সমস্ত স্টেটমেন্ট জড়ো হয় ব্যাঙ্কের সঙ্গে। আর এই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ইউজারদের নানা সমস্যায় পড়তে হয়। পুরো বিষয়টা জটিল হয়ে যায় ইউজারদের কাছে। এই সমস্যা এড়ানোর জন্য এবং ইউজাররা যাতে ব্যাঙ্কের স্টেটমেন্টের সঠিকভাবে দেখভাল করতে পারেন তার জন্যই চালু হয়েছে এই পকেট ইউপিআই ফিচার। এছাড়াও যেহেতু এই পকেট ইউপিআই- এর ক্ষেত্রে ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত হচ্ছে না ফলে সরাসরি আর্থিক প্রতারণার সম্ভাবনা কম। MobiKwik Wallet- এ টাকা রেখে পরবর্তীতে সেখান থেকেই আর্থিক লেনদেন করতে পারবেন ইউজাররা। এর পাশাপাশি টাকাপয়সা স্থানান্তরের ক্ষেত্রে সীমাবদ্ধতাও কমবে। 

আরও পড়ুন- ট্রুকলার অ্যাপে এআই যুক্ত কল রেকর্ডিং ফিচার, কাজ করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে, কী সুবিধা পাবেন?

Continues below advertisement
Sponsored Links by Taboola