Sim Swapping: স্মার্টফোন (Smartphone) এখন আমাদের নিত্যসঙ্গী। আর এই স্মার্টফোনেই রয়েছে প্রতারণার ফাঁদ। ফোনে আসা ফিশিং লিঙ্ক, ম্যালওয়্যার- এইসব সম্পর্কে তো আগেই শুনেছেন। লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক থেকে উধাও হচ্ছে টাকা, এমন ঘটনাও ঘটেছে। এমনকি অনলাইন শপিং করতে গিয়েও লাখ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন অনেকে। এর পাশাপাশি অনলাইনে খাবার ডেলিভারি করানোর ক্ষেত্রেও আর্থিক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহক। তবে এবার এক নতুন ধরনের প্রতারণার কথা প্রকাশ্যে এসেছে। এর নাম সিম সোয়াপিং (Sim Swapping)। 


কী এই সিম সোয়াপিং?


আপনার ফোনে যে সিম রয়েছে তারই একটি ডুপ্লিকেট সিম রয়েছে বাজারে। বলা ভাল হ্যাকার বা স্ক্যামারদের হাতে। অথচ আপনি তা জানেনও না। একবার ভাবুন বিষয়টা কতটা সাংঘাতিক। আপনার সিমের ডুপ্লিকেট যদি হ্যাকারদের হাতে থাকে তাহলে আপনার গোটা ফোনের অ্যাকসেস থাকবে তাদের কাছে। কোনও দু স্টেপ ভেরিফিকেশনের ব্যাপারও নেই। সব তথ্য একদম খোলা বইয়ের মতো হাজির হবে হ্যাকারের হাতের মুঠোয়। আর তা নিয়ে যেভাবে ইচ্ছে আপনাকে প্রতারণা করতে পারে হ্যাকারদের দল। 


হ্যাকাররা কীভাবে করে সিম সোয়াপিং?


সিম সোয়াপ করার জন্য হ্যাকারের সবার আগে প্রয়োজন আপনার সিমের ডুপ্লিকেট সিম। এক্ষেত্রে হ্যাকার ছদ্মবেশে সমস্ত কাজ করতে পারেন। এর জন্য সবার আগে প্রয়োজন ওই নির্দিষ্ট ইউজারের নাম, আইডি প্রুফ, ফোন নম্বর এইসব তথ্য। এগুলো জোগাড় হয়ে গেলে হ্যাকার আপনার সিম সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করবে। এক্ষেত্রে প্রোভাইডারদের সতর্ক থাকা প্রয়োজন। কারণ হ্যাকার যদি নিজে স্টোরে গিয়ে সিম তুলতে চান, তাহলে একই নম্বর থেকে কেন সিম দেওয়া হচ্ছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত। এইসব জিজ্ঞাসাবাদ না হলে সিম সার্ভিস প্রোভাইডারের স্টোরে গিয়ে হ্যাকার অনায়াসে নিজেকে আসল ইউজার বলে পরিচয় দিতে পারে। হ্যাকারের ঠিক করা টার্গেট যদি আপনি হন এবং আপনার ব্যক্তিগত তথ্য তাদের হাতে থাকলে ডুপ্লিকেট সিম সহজেই তুলে নিতে পারবে সে। 


নতুন সিম এক্ষেত্রে ডুপ্লিকেট পাওয়া গেলে তা অন্য ডিভাইসে যুক্ত করলেই আপনার ফোনের সমস্ত অ্যাকসেস থাকবে হ্যাকারদের হাতে। আজকাল সকলেই অনলাইন ব্যাঙ্কিং করেন। অতএব হ্যাকারের হাতে পৌঁছবে ব্যাঙ্কিং ডিটেলস। এর সাহায্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা অন্যত্র পাঠাতে বেশি সময় লাগবে না হ্যাকারদের। সবচেয়ে মুশকিল যে ওটিপি আপনার জানার কথা শুধু, সেটা চলে যাবে হ্যাকারের কাছেও। আর তার মাধ্যমেই প্রতারিত হবেন আপনি।


কীভাবে সতর্ক থাকবেন সিম সোয়াপিংয়ের শিকার হওয়ার থেকে?



  • সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দিন। এর ফলে নিরাপদে থাকবেন আপনি।

  • যদি মাঝে মাঝেই দেখেন ফোনে টাওয়ার বা সিগনাল থাকছে না তাহলে সতর্ক হোন। ডুপ্লিকেট সিম অন্য ডিভাইসে যোগ করলে আপনার ফোনে থাকা সিম সিগনাল হারিয়ে ফেলবে। তাই এরকম গতিবিধি লক্ষ্য করলে সতর্ক হোন।

  • ইমেলের মাধ্যমেও প্রতারিত হতে পারেন আপনি। তাই সেক্ষেত্রেও সতর্ক থাকুন। যেকোনও ওয়েবসাইটে ঘোরাফেরা করার আগে বা তথ্য দেওয়ার আগে খেয়াল করুন ওয়েবসাইটের ইউআরএল। সন্দেহজনক কিছু চোখে পড়লে আর না এগোনোই মঙ্গলের। 


আরও পড়ুন- বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম