SBI: EMI-এ দিতে হবে আরও টাকা, সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক

Interest Rate: ঋণ বাবদ প্রতি মাসে কাটা যাবে আরও EMI। বাড়ি, গাড়ি, শিক্ষা ঋণ নিয়ে থাকলে নতুন করে ভুগতে হবে ব্যাঙ্কের গ্রাহকদের।

Continues below advertisement


Interest Rate: ঋণ বাবদ প্রতি মাসে কাটা যাবে আরও EMI। বাড়ি, গাড়ি, শিক্ষা ঋণ নিয়ে থাকলে নতুন করে ভুগতে হবে ব্যাঙ্কের গ্রাহকদের। এবার সেরকমই ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

Continues below advertisement

State Bank Of India: কী ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক
গ্রাহকদের নতুন ঘোষণা করে আবারও চমকে দিয়েছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ফের ঋণের হারের প্রান্তিক ব্যয় 5 বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক। নতুন হারগুলি 15 জুলাই 2023 থেকে কার্যকর করা হয়েছে৷ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে,  MCLR রেট বিভিন্ন সময়ে 8 শতাংশ থেকে 8.75 শতাংশের মধ্যে রয়েছে৷ এই বৃদ্ধির পরে ব্যাঙ্কের গ্রাহকদের উপর হোম লোন, গাড়ি লোন, শিক্ষা ঋণ, ব্যক্তিগত ঋণে ইএমআই-এর বোঝা বাড়বে।

State Bank Of India: বিভিন্ন সময়ে EMI কত ?
এর আগে দেশের বৃহত্তম ব্যাঙ্ক 15 মার্চ 2023-এ তার বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) 70 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল৷ SBI-এর রাতারাতি MCLR 7.95 শতাংশ থেকে 8.00 শতাংশে বেড়েছে৷ এক মাসের MCLR 8.10 শতাংশ থেকে বেড়ে 8.15 শতাংশ হয়েছে। একই সময়ে তিন মাসের MCLR 8.10 শতাংশ থেকে 8.15 শতাংশে, 6 মাসের MCLR 8.40 শতাংশ থেকে বেড়ে 8.45 শতাংশ হয়েছে। এক বছরের MCLR 8.50% থেকে 8.55%, 2-বছরের MCLR 8.60% থেকে 8.65% ও তিন বছরের MCLR 8.70% থেকে বেড়ে 8.75% হয়েছে। এবার যার প্রভাব পড়বে ঋণগ্রহীতাদের ওপর।

RBI: রেপো রেট নির্ধারিত হওয়ার পরেও সুদের হারও বাড়ছে
মনে রাখবেন, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে রিজার্ভ ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে রেপো হারে কোনও পরিবর্তন করেনি। এটি 6.50 শতাংশে স্থিতিশীল রয়েছে। যদিও  কেন্দ্রীয় ব্যাঙ্ক 2022 সালের মে থেকে রেপো রেট মোট 2.25 শতাংশ বাড়িয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক 2023 সালের জুন থেকে রেপো রেট পরিবর্তন করেনি৷ এই সিদ্ধান্তের পরেও ব্যাঙ্কগুলি ক্রমাগত তাদের সুদের হার বাড়িয়ে চলেছে৷ এটি উচ্চ সুদের হার সহ গ্রাহকদের চিন্তা বাড়িয়ে চলেছে।

HDFC সুদের হারও বেড়েছে
SBI-এর আগে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কও তাদের সুদের হার বাড়িয়েছিল। HDFC ব্যাঙ্ক MCLR 15 শতাংশ বাড়িয়েছে। এই বৃদ্ধি করা হয়েছে কিছু নির্বাচিত মেয়াদি ঋণে। নতুন হার 7 জুলাই, 2023 থেকে কার্যকর হবে৷ ফলে ফের গ্রাহকদের EMI-এর জন্য ভুগতে হবে। প্রতি মাসে পকেটে পড়বে আরও টান। 

আরও পড়ুন : Nifty: আগামী ১৫ দিন কিনবেন কোন স্টক, লাভের মুখ দেখাতে পারে কারা ?

Continues below advertisement
Sponsored Links by Taboola