Income Tax: মার্চ মাস আসছে। শেষ হলেই আয়কর জমা দেওয়ার তাড়া। অর্থবর্ষ শেষ হলেই আয়কর নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। আর সেখানে ইনকাম ট্যাক্স বা আয়কর (Income Tax) আর অন্যদিকে টিডিএস (TDS) এই দুটি শব্দবন্ধ যেন সকলের মুখে মুখে ঘোরে। বছরের মোট উপার্জনের উপর কোনও ব্যক্তি তাঁর আয়কর জমা করেন, আর টিডিএসের ক্ষেত্রে চাকুরিজীবিদের বেতন থেকে কিছু টাকা কাটা যায় বেতন পাবার সময়েই। দুটিই কর, কিন্তু দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। টিডিএস কেটে নেওয়ার পরেও আপনাকে কর জমা করতে হয়, তাহলে এই দুই কর কতটা আলাদা ?
আয়কর কী
কোনও নির্দিষ্ট অর্থবর্ষে কোনও ব্যক্তি বা কোনও সংস্থাকে তাঁর মোট আয়ের উপর ১৯৬১ সালের আয়কর আইন মোতাবেক কিছু পরিমাণ অংশ সরকারকে কর হিসেবে দিতে হয়। বেতন, বাড়ি থেকে আয়, ব্যবসার লাভ, ক্যাপিটাল গেইন ইত্যাদি নানাভাবে আয় হলে এর উপর আয়কর প্রযোজ্য হয়। নতুন আয়কর খাতে ৩ লাখ টাকার বেশি বার্ষিক আয় হলে ব্যক্তিকে আয়কর জমা করতে হবে। আয়কর জমা না দিলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে।
টিডিএস কী
টিডিএসের পুরো কথা হল ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (Tax Deducted at Source)। কোনও ব্যক্তি কোনও সংস্থায় চাকরি করলে সেখান থেকে বেতন দেওয়ার সময় কিছু টাকা কেটে বেতন দেওয়া হয়, যে টাকাটা সরাসরি জমা পড়ে সরকারের কোষাগারে। প্রফেশনাল ফি, ইন্টারেস্ট বা সুদ, বাড়িভাড়া ইত্যাদির উপর টিডিএস কাটা হয়। এর মাধ্যমে করফাঁকি দেওয়ার সমস্যা অনেকটাই কমে। কর জমার প্রক্রিয়াও অনেক সহজ সরল হয়।
টিডিএস আর আয়করে কী পার্থক্য
- টিডিএস সাধারণত সারা বছর ধরেই নির্দিষ্ট সময় অন্তর আয়ের উৎস থেকেই কাটা হয়। অন্যদিকে অর্থবর্ষের শেষে করদাতাকে নির্দিষ্ট প্রক্রিয়ায় আয়কর জমা দিতে হয়।
- টিডিএস সাধারণত Payer-এর তরফে কেটে নেওয়া হয় এবং সরাসরি ব্যাঙ্কে জমা দেওয়া হয়। কিন্তু আয়কর সম্পূর্ণভাবে করদাতাকে নিজে থেকে জমা করতে হয়।
- টিডিএসের ক্ষেত্রে কত শতাংশ কর কাটা হবে তা সরকার নির্ধারিত এবং এক্ষেত্রে Payer-এর কিছু করার থাকে না। কিন্তু আয়কর মূলত বিভিন্ন ইনকাম স্ল্যাবের উপর নির্ভর করে।
- বেতন, সুদ, বাড়িভাড়া কিংবা প্রফেশনাল ফির ক্ষেত্রে টিডিএস কাটা হয়, আয়কর বেতন কিংবা ক্যাপিটাল গেইনের উপর মোট আয়ের ভিত্তিতে ধার্য করা হয়।
আরও পড়ুন: Paytm Fastag: FASTag-এর সঙ্গে এখনও পেটিএম লিঙ্কড ? অনুমোদন বাতিল করল NHAI, এবার কী করবেন ?