FASTag Update: প্রায় এক কোটিরও বেশি মানুষ ব্যবহার করেন FASTag। ২৯ ফেব্রুয়ারির পরে সেই সমস্ত ব্যবহারকারীরা আর FASTag ব্যবহার করতে পারবেন না। সমস্যায় পড়তে পারেন তাঁরা। পেটিএমের সঙ্গে লিঙ্ক করা থাকলে তো আরও সমস্যা হতে পারে। নতুন নিয়ম জারি করল NHAI। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের (Paytm FASTag) বিভিন্ন পরিষেবা এবার ধীরে ধীরে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা অনুযায়ী বন্ধ হয়ে যাবে। আর সেই কারণে পেটিএম ওয়ালেটের মত FASTag-এও পরিষেবা বন্ধ হয়ে যাবে।


FASTag পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কের তালিকায় নেই পেটিএম


ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি (IHMCL), ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের এক্স হ্যান্ডলে একটি আপডেট শেয়ার করে জানিয়েছে যে নির্ধারিত ৩২টি ব্যাঙ্কের বাইরে আর কোনও ব্যাঙ্কের সঙ্গে FASTag লিঙ্ক থাকলে তা অনুমোদন পাবে না। FASTag প্রদানকারী ব্যাঙ্কগুলির মধ্যে থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে সরিয়ে দিল NHAI।


২৯ ফেব্রুয়ারির পর থেকে পাবে না অনুমোদন, হবে না রিচার্জ


পেটিএম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ কোটি। টোল প্লাজাগুলিতে টোল ট্যাক্স দিতে যানবাহনগুলির FASTag প্রয়োজন হয়। এর মাধ্যমে অর্থাৎ FASTag-এর মাধ্যমে টোল পরিশোধ করলে কম টাকা খরচ হয় শুধু তাই নয়, সময়ও বাঁচে। ২৯ ফেব্রুয়ারির পর থেকে আর Paytm FASTag-এ রিচার্জ করা যাবে না। FASTag প্রদানকারী ব্যাঙ্কগুলির তালিকায় আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নেই। তাই এই ২ কোটি FASTag ব্যবহারকারীকে বাধ্য হয়েই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm FASTag) বাতিল করতে হব এবং NHAI অনুমোদিত ৩২টি ব্যাঙ্কের কোনও একটিতে পুনরায় অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।


Paytm FASTag বন্ধ করবেন কীভাবে



  • প্রথমে আপনাকে পেটিএম অ্যাপে লগ ইন করতে হবে।

  • এরপর যেতে হবে ম্যানেজ ফাস্ট্যাগ অপশনে।

  • এখানে গেলেই আপনার ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা FASTag অ্যাকাউন্ট দেখা যাবে।

  • এরপর সবার নিচে পাবেন Help and Support অপশন।

  • ‘Need help with non-order related queries?’ ট্যাবে ক্লিক করলে Queries related to updating FASTag profile অপশনটি খুলে নিতে হবে।

  • তারপর I want toclose my FASTag ট্যাবে ক্লিক করতে হবে আপনাকে।

  • এভাবেই খুব সহজেই FASTag-এ পেটিএম লিঙ্ক বন্ধ করে দিতে পারবেন আপনি। তারপর রিচার্জ করার জন্য অন্য ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করাতে হবে অবশ্যই।


আরও পড়ুন: Insurance Policy: বিমার পলিসি পছন্দ হচ্ছে না ? পলিসি রিভিউর মেয়াদ বাড়াতে পারে বিমা সংস্থাগুলি