কলকাতা: রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ডের (Aadhaar Card) লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে। রেশন বিলির সমস্যা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন? অনলাইন এবং অফলাইন পদ্ধতিতেই করা যাবে এই কাজ।             


অনলাইনে আধার কার্ড এবং রেশন কার্ডে সংযুক্তিকরণ কীভাবে? 



  • রাজ্য খাদ্য সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpds.wb.gov.in/ এই ঠিকানায় যেতে হবে।

  • এরপর আধার কার্ডে নম্বর, রেশন কার্ডের নম্বর এবং রেজিস্ট্রার মোবাইল নম্বর দিতে হবে।

  • ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে।

  • রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।

  • ওটিপি সংশ্লিষ্ট জায়গায় লিখে রেশন এবং আধার কার্ড লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে।

  • অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই কাজ করা সম্ভব। নিকটবর্তী রেশন দোকানে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই কাজ করা যায়।


অফলাইনে কীভাবে করবেন রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক?



  • পরিবারের সব সদস্যদের আধার কার্ডের ফটোকপি নিতে হবে। যিনি রেশন আধার কার্ড লিঙ্ক করছেন তার রেশন কার্ড প্রয়োজন।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে ব্যাঙ্কের পাসবইয়েরও এক কপি ছবি নিতে হবে।

  • পরিবারের বর্ষীয়ান সদস্যদের পাস পোর্ট সাইজ ছবি সহ সব নথি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহ দফতরের অফিসে জমা দিতে হবে।

  • আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক দিতে হতে পারে।

  • সংশ্লিষ্ট দফতরে এই নথি পৌঁছে গেলে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • সব নথি খতিয়ে দেখার পর আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে লিঙ্ক হয়ে গেলে নোটিফিকেশন পাবেন।


রেশন এবং আধার কার্ড লিঙ্ক করতে কোন কোন নথি দরকার?



  • আসল রেশন কার্ডের ফটোকপি

  • পরিবারের সব সদস্যদের আধার কার্ডের ফটোকপি

  • পরিবারের বর্ষীয়ান সদস্যের আধার কার্ডের ফটোকপি

  • ব্যাঙ্কের পাসবইয়ের কপি

  • পরিবারের বর্ষীয়ান সদস্যদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো


কেন এই লিঙ্ক?                 


মূলত একাধিক রেশন কার্ড ব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত। রেশনের সঙ্গে আধারের লিঙ্ক থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি একাধিক রেশন কার্ড ব্যবহার করতে পারবেন না। 


আরও পড়ুন: Senior Citizen Savings Scheme: টাকা বাড়ল ? সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে বদল, জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়