বার্লিন : গাড়ি নিয়ে গুজবের শেষ ছিল না। অনেকেই ভাবছিলেন এবার বোধ হয় নতুন কোনও এসইউভি আনছে ফক্সওয়াগন। গাড়ির গোপন ছবি এসেছিল বেশকিছু সাইটে। কিন্তু সব জল্পনার অবসান। শেষপর্যন্ত টিগুয়ানের ফেসলিফ্ট মডেল আনল কোম্পানি।


কিছুদিন আগেও গুজব ওড়াতে টিজার প্রকাশ করেছিল কোম্পানি। এবার আর কোনও রাখঢাক রাখল না জার্মান অটোমেকার। প্রকাশ্যে এল ফক্সওয়াগন টিগুয়ান অলস্পেস ফেসলিফ্ট ভার্সন। ২০২১-এর টিগুয়ান কেবল বাইরে থেকে আলাদা নয়। ইনফোটেইনমেন্ট, সুরক্ষা, টেকনোলজি সবেতেই আগের থেকে একধাপ এগিয়ে এই এসইউভি।


ফেসলিফ্টেড আপডেটেড ফন্ট গ্রিল দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে ডোর প্যানেলে থিন লাইন। বদলে গিয়েছে ফক্সওয়াগনের লোগো। আগের থেকে আগ্রাসী স্টাইলিংয়ের সঙ্গে বদলেছে বাইরের লুক। গাড়ির সবথেকে বড় চমক এবার হেডলাইটে। যেখানে এলইডি ডিজাইনে আনা হয়েছে আইকিউ লাইট সেনসেশন। প্রয়োজনে ড্রাইভিং কন্ডিশন অনুযায়ী ২৪টি এলইডি ডায়োড অ্যাডজাস্ট করা যাবে। আংশিক ছাড়াও অটোমেটিক কন্ট্রোল থাকবে এই লাইটের ওপর। 


গাড়ির পিছনের দিকেও করা হয়েছে পরিবর্তন। নতুন টেইল ল্যাম্পের সঙ্গে রাখা হয়েছে নয়া টিগুয়ান ব্যাজিং। এসইউভির বুট উইনডোর ঠিক মাঝ বরাবর রাখা হয়েছে এই ব্যাজ। যা গাড়িতে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফেসলিফ্ট মডেলে সবথেকে বড় পাওয়া আইকিউ ড্রাইভ ট্রাভেল অ্যাসিস্ট। যার মাধ্যমে ব্লাইন্ড স্পট ডিটেক্ট, ন্যারো লেন অ্যাসিস্টের মতো সাহায্য পাবে ড্রাইভার। এ ছাড়াও চালককে অ্যাডাপটিভ ক্রজ কন্ট্রোল ও রেয়ার ট্রাফিক অ্যালার্ট দেবে আইকিউ ড্রাইভ।


এন্টারটেইনমেন্টের জন্য হার্মান কারডনের স্পিকার দেওয়া হয়েছে।কেভিন স্পেসে আলো বাতাস খেলার জন্য দেওয়া হয়েছে প্যানোরামিক সানরুফ। এসইউভিতে দেওয়া হয়েছে ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। এছাড়াও রয়েছে ১.৫ লিটারের ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সুবিধা। তবে ২.০ লিটারের ফোর সিলন্ডার পেট্রোল ইঞ্জিনও দেওয়া হয়েছে গাড়িতে। গত বছর ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল এই গাড়ি। এক্স শোরুম প্রাইস রাখা হয়েছিল ৩৪.২০ লক্ষ টাকা। এবারও শীঘ্রই ভারতীয় বাজারে আসছে এর ফেসলিফ্টেড ভার্সন।