Maruti's 2022 Brezza: ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার সিএনজি (CNG) গাড়িতে মন দিয়েছে মারুতি(Maruti)। ইতিমধ্যেই কোম্পানির বেশকিছু মডেলে সিএনজি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। রিপোর্ট বলছে, এপ্রিলে নতুন ব্রেজা এসইউভিতে সিএনজি (Maruti Brezza CNG) ভ্যারিয়েন্ট দেবে ইন্দো-জাপানিজ কোম্পানি।
Maruti Suzuki Brezza CNG: কী থাকতে পারে গাড়িতে ?
মারুতির সিএনজি গাড়ি প্রসঙ্গে কোম্পানির চিফ টেকনোলজি অফিসার CV Raman আগেই জানিয়েছিলেন, "মারুতির আগামী প্রতিটি মডেলের জন্যই একটি CNG ভ্যারিয়েন্ট আনতে চলেছে। আজকের দিনে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সিএনজি মডেল ক্রেতাদার সাশ্রয়ী বিকল্প দেবে।
"Vitara" নাম বাদ দেবে কোম্পানি
ক্রেতাদের জন্য ২০২২ সালে Vitara Brezza-য় বড় আপডেট দিতে চলেছে মারুতি। নতুন মডেলে থাকবে একটি CNG-চালিত সংস্করণ। এই আপডেটের অংশ হিসাবে Maruti Suzuki "Vitara" নামটি বাদ দেবে। নতুন কমপ্যাক্ট SUV-কে শুধু "Maruti Suzuki Brezza" বলা হবে৷ বেশিরভাগ Maruti Suzuki মডেলের ক্ষেত্রে পেট্রেল মডেল চালু হওয়ার কিছুদিন পর সিএনজি ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায়। শোনা যাচ্ছে, ব্রেজার ক্ষেত্রে একই সঙ্গে সিএনজি মডেল আনবে কোম্পানি।
New Maruti Vitara Brezza: পিছন থেকে কেমন দেখতে গাড়ি ?
সাদা গাড়ির যে রেয়ার লুক সামনে এসেছে, তাতে আগের থেকে অনেক ভদ্রস্থ দেখাচ্ছে গাড়ি। টেইল ল্যাম্প এবার অনেকটাই স্লিম। বুট ডোরের মাঝখানে দেওয়া হয়েছে ব্রেজার বড় লোগো। একেবারে প্রিমিয়াম এসইউভির মতো দেখতে লাগছে গাড়ি। অনেক বছর ধরেই গাড়ির ইন্টিরিয়র নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। কেবিন আপডেটেট নয় বলেই অভিয়োগ করতে ক্রেতারা। এবার ক্রেতাদের সেই দাবি মিটতে চলেছে।
Maruti Vitara Brezza Update: কেবিন কেমন
সূত্রের খবর, আগের থেকে ভোলবদল ঘটে গিয়েছে কেবিনে। ফ্লোটিং টাচস্ক্রিনের পাশাপাশি এবার নতুন স্টিয়ারিং হুইল ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিতে চলেছে কোম্পানি। এবার বিশাল বড় টাচস্ক্রিন দিয়েছে কোম্পানি। বিলসবহুল গাড়ির মতোই নিচে এয়ার ভেন্টস দিয়েছে মারুতি। অটেমেটিকে থাকছে প্যাডেল সিফটারসের অপশন। সঙ্গে সানরুফ 360degree রেয়ারভিউ ক্যামেরা ও পাওয়ার ওআরভিএমস দেওয়া হয়েছে নতুন ব্রেজায়।
New Maruti Vitara Brezza: ইঞ্জিন ও গিয়ারবক্স
Maruti Suzuki Brezza CNG: বিভিন্ন অটো সাইটের রিপোর্ট বলছে, আপডেট হওয়া ব্রেজা 1.5-লিটার K15B পেট্রল ইঞ্জিন দেওয়া হবে। যা 105hp ও 138Nm পিক টর্ক তৈরি করে। সিএনজি-স্পেকস ভিটারা ব্রেজা একই ইঞ্জিনের সঙ্গে ক্রেতাদের অফার করা হবে। যদিও এর পাওয়ার ও টর্ক আউটপুট অন্য মডেলগুলোর থেকে আলাদা হবে। যেমন অন্যান্য Maruti Suzuki CNG মডেলগুলিতে দেখা যায়।