Maruti Brezza 2022: আগামী মাসেই বহু প্রতীক্ষিত নেক্সট জেনারেশন Brezza নিয়ে আসতে পারে Maruti Suzuki। তবে এখনও গাড়ি লঞ্চের আনুষ্ঠানিকভাবে তারিখ প্রকাশ করেনি কোম্পানি। রিপোর্ট বলছে, কোম্পানিটি তার নাম থেকে "Vitara" সরিয়ে এবার Brezza নাম রাখতে পারে। 


2022 Maruti Brezza: নতুন কী বদল হতে পারে গাড়িতে ?
শোনা যাচ্ছে, অনেক স্পেকস ও ফিচারে পরিবর্তন করতে চলেছে কোম্পানি। পাশাপাশি ফেসলিফটেড মডলে সামনে পিছনেও থাকবে পরিবর্তন। সেই ক্ষেত্রে সামনে ক্রোম গ্রিল ও পিছনের বাম্পারে থাকছে এই সব বদল। সাব-কমপ্যাক্ট SUV-র নতুন সংস্করণে এই বৈশিষ্ট্য ও ডিজাইন আপডেট পাওয়া যেতে পারে।


Maruti Brezza 2022: নতুন Brezza জন্য সম্ভাব্য আপডেট


নতুন গ্রিল


নতুন টুইন-পড হেডল্যাম্প


আপডেট করা বাম্পার


নতুন ফগলাম্প


নতুন ফক্স স্কিড প্লেট


নতুন ডিজাইন করা অ্যালয় হুইলস


নতুন টেইল ল্যাম্প


ইলেকট্রনিক সানরুফ


360 ডিগ্রি ক্যামেরা


ওয়্যারলেস ফোন চার্জিং


নতুন ফ্ল্যাট বটম স্টিয়ারিং


নতুন ক্লাস্টার 


9.0-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম


ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে


হেডস আপ ডিসপ্লে


কানেকটেড কার টেকনোলজি 
6টি এয়ারব্যাগ


হিল হোল্ড অ্যাসিস্ট
টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম


শক্তিশালী বডিশেল


কোনও স্মার্ট হাইব্রিড প্রযুক্তি নেই


সিএনজি কিট


নতুন স্বয়ংক্রিয় গিয়ারবক্স


প্যাডেল শিফটারস


ইঞ্জিনেও কিছু পরিবর্তন হতে পারে


Maruti Brezza 2022: কত পাওয়ারফুল ইঞ্জিন ?


নতুন Maruti Suzuki Brezza-তে 1.5L K15C ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন পাওয়া যাবে, যা 103bhp শক্তি ও 137Nm টর্ক জেনারেট করে। এটি একটি 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স পেতে পারে। আগে এই গাড়ি 4-স্পিড টর্ক কনভার্টার গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যেত। এটি প্যাডেল শিফটারের সঙ্গেও আসতে পারে। গাড়িটি স্ট্যান্ডার্ড হিসাবে 5-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেতে থাকবে।


2022 Maruti Brezza: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Maruti Suzuki তার SHVS লাইট হাইব্রিড প্রযুক্তি বাদ দিতে পারে গাড়ি থেকে। তবে নতুন প্রজন্মের Brezza সিএনজি ভ্যারিয়েন্টে-সহ আনা যেতে পারে। তবে এটি এখনই নয়, পরে চালু করা হতে পারে।


আরও পড়ুন : Tata Avinya electric: চমকে দেওয়ার মতো ডিজাইন, কনসেপ্ট এসইউভিতে নজর কাড়ল 'Tata Avinya'