Tata Concept SUV Avinya: দেশের ইলেকট্রিক গাড়ির ভবিষ্যতের দিকে একটি বড় পদক্ষেপ। কনসেপ্ট এসইউভিতে তাক লাগানো ডিজাইন নিয়েএল Tata Motors। শুক্রবার 'Avinya'নামে একটি সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি গাড়ি প্রদর্শন করল টাটা। কোম্পানির দাবি, ৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার চলার ক্ষমতা ধরে এই গাড়ি।
Tata Avinya electric: কবে আসছে এই গাড়ি ?
টাটার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে রাস্তায় নামতে পারে এই গাড়ি। এই বৈদ্যুতিক গাড়িটি Pure EV GEN 3 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করেছে কোম্পানি। আগের ইভির থেকে প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে এই গাড়ি। এর ব্যাটারি অতি দ্রুত চার্জ করার ক্ষমতা ধরে।
Tata Concept SUV Avinya: সবার থেকে কোথায় আলাদা গাড়ি ?
টাটা মোটরসের ইভি সাবসিডিয়ারি টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি Avinya-র বিশ্বব্যাপী লঞ্চ করেছে কোম্পানি। নতুন এই কনসেপ্ট কার প্রসঙ্গে টাটা সন্স ও টাটা মোটরস-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান, Avinya Concept মূলত গাড়ির গতিশীলতার কথা মথায় রেখে তৈরি করা হয়েছে। সেই ক্ষেত্রে গাড়ির চাকার ওপরে একটি অত্যাধুনিক সফ্টওয়্যার বসিয়েছে কোম্পানি। পৃথিবীর বুকে কার্বন ডাই অক্সাইড নির্গমন রুখতে তৈরি করা হয়েছে এই ডিজাইনার কনসেপ্ট কার।
Tata Avinya electric: ওজনে সাধারণ ইভির থেকে অনেকটাই হালকা
কোম্পানির তরফে জানানো হয়েছে, গাড়িটি হালকা ওজনের উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সামগ্রিক ভরকে কমিয়ে দ্রুত গতি দিতে সাহায্য করবে এই ওজন। এই কনসেপ্ট কার প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেন, "কনসেপ্ট কার হল আমাদের পিওর EV GEN 3 আর্কিটেকচারে তৈরি করা। এটি আমাদের প্রথম ভাবনার ফল। যা আমাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ইভি তৈরি করতে সক্ষম করে তুলবে৷ নতুন অত্যাধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে এই গাড়িতে।''
Tata Concept SUV Avinya: কোথা থেকে গাড়ির নাম ?
টাটা মোটরস জানিয়েছে, Avinya আসলে একটি সংস্কৃত শব্দ যার অর্থ "উদ্ভাবন"।এটি নতুন যুগের প্রযুক্তি, সফ্টওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা র ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তবে এই কনসেপ্ট কার নতুন নয়। কদিন আগেই Tata Motors একটি মাঝারি আকারের Tata Curvv বৈদ্যুতিক কনসেপ্ট কার প্রদর্শন করেছে। যা কোম্পানির লাইন-আপে Nexon EV-র উপরে বিক্রি করা হবে বলে মনে করা হচ্ছে।