2022 Toyota Camry Hybrid facelift review: বাজারে আসার পর থেকেই সাফল্যের মুখ দেখেছে এই গাড়ি। এবার তাদের বিশ্ব বাজারে জনপ্রিয় গাড়ি Toyota Camry Hybrid-এর ফেসলিফটেড ভার্সন নিয়ে এল কোম্পানি। জেনে নিন আগের থেকে কী পরিবর্তন হযেছে গাড়িতে।


2022 Toyota Camry Hybrid facelift: এই গাড়ির ওপর আস্থা রাখেন হাইব্রিড কারের ক্রেতারা। আপনি যদি একটি শক্তিশালী হাইব্রিড গাড়ি চান, তবে একমাত্র বিকল্প হল ক্যামরি। কারণ ৪৫ লাখ দামের সঙ্গে সঙ্গে সেরা ফিচার দেয় এই গাড়ি। শক্তিশালী হাইব্রিড আসলে কী জানেন ? এই গাড়িগুলিতে একটি পেট্রোল ইঞ্জিন, একটি ব্যাটারি প্যাক ও একটি বৈদ্যুতিক মোটর রয়েছে। চাইলে বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে এই গাড়ি। আবার পেট্রল/ইলেকট্রিক শক্তি উভয়েই চলতে পারে এই কার। মাইল্ড হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এই ধরনের সুবিধা পাওয়া যায় না। কেবল বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে না মাইল্ড হাইব্রিড গাড়িগুলি। 


2022 Toyota Camry Hybrid facelift: গাড়ির ক্রেতাদের ক্ষেত্রে অনেক সুবিধা দেয় এই ধরনের হাইব্রিড গাড়ি। একটি বড় গাড়ি হয়েও ছোট হ্যাচব্যাকের মাইলেজ পাওয়া যায় এই গাড়ি থেকে। ক্যামরি হাইব্রিডের ক্ষেত্রে কোম্পানি দাবি করে, এই গাড়ি 24 kmpl এর কাছাকাছি মাইলেজ দেয়। বাস্তব জগতে আমরা ক্যামরি হাইব্রিডে 15/16 kmpl মাইলেজ পেয়েছি। যা একটি বড় সেডানের জন্য বেশ ভাল মাইলেজ। এটি এখনও অনেক সাব কমপ্যাক্ট এসইউভির চেয়ে ভাল মাইলেজ দিয়ে থাকে। মাইলেজের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হল আপনার ইভি মোডে কম গতিতে গাড়ি চালানোর ক্ষমতা। 


2022 Toyota Camry Hybrid facelift: এই গাড়ি অনায়াসেই আপনি ভিড় রাস্তায় চালাতে পারেন। শব্দহীন এই গাড়ি কোনও সমস্যা দেবে না আপনাকে। উচ্চগতিতে পেলব রাস্তার অনুভূতি দেয় এই গাড়ির ইঞ্জিন। ব্যাটারির স্তর কমে গেলে এটি বেশ দ্রুত চার্জ হয়ে যায়। ক্যামরি হাইব্রিডের পেট্রল ইঞ্জিনও শব্দে করে না বললেই চলে। পেট্রল গাড়ির কথা বললে, এই দামে আর কোনও শব্দহীন কোয়ালিটি গাড়ির কথা ভাবা যায় না। 




2022 Toyota Camry Hybrid facelift: এই গাড়ি 178 bhp-র পাওয়ার দেয়। 2.5l পেট্রল ইঞ্জিন একটি বৈদ্যুতিক মোটরের পরিপূরক হিসাবে কাজ করে। এতে CVT গিয়ারবক্স রয়েছে যা গাড়ির জন্য উপযুক্ত। এতে তাড়াহুড়ো করে গাড়ি চালাতে হবে না আপনাকে। শহরে হোক বা বড় রাস্তায় ক্যামরি হাইব্রিড দারুণ অভিজ্ঞতা দেবে আপনাকে। 


2022 Toyota Camry Hybrid facelift: একটি বিশাল গাড়ি হওয়া সত্ত্বেও, ক্যামরি হাইব্রিডে একটি হালকা স্টিয়ারিং দিয়েছে কোম্পানি। যার ফলে গাড়ি চালানো খুবই সহজ হবে আপনার পক্ষে। ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার ফলে বাম্পারে গাড়ির কোনও ক্ষতি হয় না। আপনি যদি ক্যামরি হাইব্রিড দ্রুত চালাতে চান, তাহলে গিয়ারবক্সটি একটু শব্দ করে। 


2022 Toyota Camry Hybrid facelift: এই গাড়ি খুব ভাল লেগরুমের সঙ্গে আরামদায়ক বড় আসনগুলি একটি আদর্শ বিলাসবহুল সেডানের অভিজ্ঞতা দেবে আপনাকে। এতে রয়েছে পাওয়ার অ্যাসিস্টেড রেয়ার সানশেড, এসি ও অডিওর জন্য রেয়ার টাচ কন্ট্রোল, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ একটি বড় 9 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে গাড়িতে। এ ছাড়াও পাবেন সুন্দর হেড-আপ ডিসপ্লে, সানরুফ, 10 ওয়ে পাওয়ার অ্যাডজাস্ট ফ্রন্ট ড্রাইভার সিট, ওয়্যারলেস চার্জিং ও আরও অনেক কিছু। আগের থেকে ড্যাশবোর্ডে কিছু বড় পরিবর্তন করে কোম্পানি।


2022 Toyota Camry Hybrid facelift: 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, একটি 9-স্পিকার JBL অডিও সিস্টেম, পিছনের ক্যামেরা ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থাও রয়েছে গাড়িতে। যা আপনি এই দামে এই ধরনের গাড়ি আশা করবেন। দামের কথা ভাবলে ক্যামরি হাইব্রিডের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। 43.4 লক্ষ টাকায় Camry Hybrid এর নিজস্ব গুণমুগ্ধ রয়েছে। যা নতুন ফেসলিফটেড মডেল আসার পরও বজায় থাকবে।


আরও পড়ুন: Hyundai Ioniq Launch: চলতি বছরেই হবে লঞ্চ, অল ইলেকট্রিক আয়োনিক ফাইভ আনছে হুন্ডাই