Hyundai Ioniq Launch:  চলতি বছরেই ভারতে একাধিক বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা করছে হুন্ডাই। এই বৈদ্যুতিক গাড়ির তালিকায় প্রথমে নাম রয়েছে Hyundai Ioniq 5-এর।  এটি একটি প্রিমিয়াম এসইউভি হিসাবে ভারতের বাজারে লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই অল ইলেকট্রিক কার। জেনে নিন কী আছে এই নতুন গাড়িতে। 


Hyundai Ioniq Launch: ডিজাইন ল্যাঙ্গোয়েজ : Ioniq 5 হুন্ডাইয়ের বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ই-জিএমপি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই অন্যান্য পেট্রোল/ডিজেল গাড়ির সাথে কোনও যোগ নেই গাড়ির। এটি একটি বড় এসইউভি হলেও গাড়িকে আকর্ষণীয় করতে ক্রসওভারের মতো আকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে এর পিক্সেলেড হেডল্যাম্পে ডিআরএল নজর কাড়বে আপনার। ফ্লাশ ডোর হ্যান্ডেল ও বিশাল 20 ইঞ্চি চাকাও রয়েছে এই ইলেকট্রিক কারে।




Hyundai Ioniq Launch: ডিজাইন ও কেবিন : গাড়ির কেবিনও অন্যান্য হুন্ডাই গাড়ির থেকে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। গাড়িতে আরও লেগরুমের জন্য একটি সমতল মেঝে রয়েছে। সঙ্গে পাবেন একটি বিশাল 3,000 এমএম-এর হুইলবেস। সেন্টার কনসোল আরও জায়গার জন্য সামনে পিছনে স্লাইড করে। বেশিরভাগ কেবিনের উপকরণ পরিবেশবান্ধব  যেমন পিইটি বোতল, উদ্ভিদ-ভিত্তিক সুতো ও প্রাকৃতিক উলের সুতো,  উদ্ভিদ-ভিত্তিক নির্যাস সহ ইকো-প্রসেসড চামড়া ও উদ্ভিদের নির্যাস সহ বায়ো পেইন্ট দিয়ে তৈরি করা হয়েছে।




Hyundai Ioniq Launch: কতটা শক্তিধর এইগাড়ি :  Ioniq 5 শুধুমাত্র AWD বা পিছনের মোটর সহ 58 kWh বা 72.6 kWh ব্যাটারি প্যাক সহ ভারতে আসব। পিছনের মোটর কেবল 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। Ioniq 5-এ সাধারণ দ্রুত এসি/ডিসি চার্জারের সঙ্গে গাড়ি থেকে গাড়ির চার্জিং বিকল্পও পাবেন ক্রেতা। এতে একটি অগমেন্টেড রিয়েলিটি হেড-আপ ডিসপ্লে পাওয়া যাবে। Hyundai। Ioniq 5 একটি প্রিমিয়াম পণ্য হবে , যার দাম হবে প্রায় 40 লক্ষ টাকা।


আরও পড়ুন ; Maruti XL6 facelift: লিটারে দেবে ১৭ কিমি মাইলেজ, নতুন Maruti XL6-এ অনেক ফিচার