নয়াদিল্লি: গত এক দশকে ক্রমশ শক্তিশালী হয়েছে ভারতীয় অর্থনীতি। বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। IANS-এর একটা রিপোর্ট অনুযায়ী ভারতের অর্থনীতির এই বৃদ্ধির ছাপ দেখা গিয়েছে ভারতের শেয়ার মার্কেটেও। গত ১০ বছরে লাফিয়ে বেড়েছে ভারতের শেয়ার সূচক (India Stock Market Growth)। IANS-এর রিপোর্ট অনুযায়ী গত ১ দশকে BSE সূচকে মার্কেট ক্যাপিটালাইজেশনে ৩০০ শতাংশ বৃদ্ হয়েছে। এখন মোট বাজারমূল্য (Market Cap) দাঁড়িয়েছে ৪০০ লক্ষ কোটি। ১০ বছর আগে  BSE সূচক ছিল ২৫০০০-এ, এখন সেই BSE-এর সূচক ছুঁয়ে ফেলেছে ৭৫০০০ এর স্তর।


IANS-রিপোর্ট অনুয়ায়ী, SEBI-এর চেয়ারপার্সন Madhabi Puri Buch জানিয়েছেন, ভারতীয় শেয়ার মার্কেটের এই রেকর্ড ভ্যালুয়েশন আসলে ভারতের বৃদ্ধির সম্ভাবনার প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অকুণ্ঠ ভরসার প্রতিফলন। এই কারণেই অন্য় দেশের মার্কেটের তুলনায় এখানে Price to earnings বেশি হলেও ক্রমাগত বিনিয়োগ চলছে।


কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সংস্কার এবং সহজে ব্যবসা করার পরিস্থিতি তৈরির জন্য যে কাজ করা হয়েছে তার ফলেই ভারতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়ছে বলে মনে করা হচ্ছে।


পরিকাঠামো (infrastructure projects) ক্ষেত্রে বড়সড় বিনিয়োগ করেছে সরকার। হাইওয়ে তৈরি, বন্দর তৈরি, সমুদ্রবন্দরের উন্নয়ন -এ সবের জন্য জিডিপি বৃদ্ধি হয়েছে। গত অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতে বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ ছিল। IMF এবং বিশ্ব ব্যাঙ্ক দুটি সংস্থাই পূর্বাভাস দিয়েছে যে ভারতের বৃদ্ধির হার আরও বাড়তে পারে।  


IANS-এর রিপোর্ট অনুযায়ী, গত ১০ বছরে ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে। তৃতীয় বৃহত্তম অর্থনীতি (Third Largest Economy হওয়ার পথে এগোচ্ছে ভারত। 


শুধু শেয়ার মার্কেটেই যে এই অর্থনৈতিক বৃদ্ধির ছাপ পড়েছে এমনটা নয়। বিদেশি মুদ্রার ভাণ্ডার বেড়েছে। ২৯ মার্চ তা ঐতিহাসিক উচ্চতা ছুঁয়েছিল RBI সূত্রের খবর- IANS রিপোর্টে দাবি এমনটাই।


গত বেশ তিনদিন ধরে ঊর্ধ্বগামী ভারতের শেয়ার বাজার। আজ বুধবারও, দুপুর ১টা নাগাদ Sensex প্রায় আড়াইশো পয়েন্ট উপরে উঠেছিল।  নিফটি ফিফটি (Nifty 50) সূচকও উপরে উঠেছে। ব্য়াঙ্কিং, এনার্জি, হেলথকেয়ার সেক্টরে ভাল বৃদ্ধি দেখা গিয়েছে এদিন।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুুন: আজ বুনিয়াদপুরে শাহি-সভা, কী বার্তা অমিত শাহের?