সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুর। কঠিন মাঠ। এই মাঠে খেলে আগেই উইনার ট্রফি পেয়েছেন অর্জুন ( Arjun Singh)। তারপর ফের তিনি তৃণমূল হয়ে তিনি ফিরেছেন বিজেপিতে। এবার বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে লড়াইয়ে নেমেছেন তৃণমূলের পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। প্রচার চলছে দিন থেকে রাত।
নিরামিষ বেশি খাচ্ছি : অর্জুন
এই প্রবল গরম, তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। চেনা পিচে ফের খেলবেন অর্জুন। রাতে তাঁর বাড়ি ফিরতে দেরি হলেও খাচ্ছেন বাড়ির খাবারই। ভোটের ময়দানে লড়াই করতে, সুস্থ থাকতে বাড়ির পাওয়ার মিলেই ভরসা রাখছেন অর্জুন সিংহ। বললেন, 'নিরামিষ বেশি খাচ্ছি। বাড়ির খাবার খাই। প্রচারের মাঝে দেরি হয়ে যাচ্ছে মাঝে'
রবিবার কী খান অর্জুন?
ছুটির দিনে অর্জুনের পাত সেজে ওঠে, রকমারি পদে। রবিবার বাড়িতেই সারেন দুপুরের খাবার। বঙ্গের অন্যতম নজরকাড়া কেন্দ্রের প্রার্থী অর্জুন। সকাল বিকেল বাড়তি চাপ। তার মাঝে ননস্টপ ফিট থাকতে কী খাচ্ছেন ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী? ভাত, চাপাটি, শাক, ডাল, আলু সবজির তরকারি, আর দই। অসহ্য় গরমের মধ্যে করতে হচ্ছে প্রচার। তাই প্রতিদিনই খাচ্ছেন হালকা খাবার। সপ্তাহে তিন থেকে চারদিন আমিষ আর বাকি দিন নিরামিষ, একেবারে ছিমছাম। সকালে রুটি, না হলে খান ওটসের খিচুরি। দুপুরে বাড়ির তৈরি হালকা খাবার। তবে প্রতিদিন পাতে যা থাকতেই হবে তা হল দই।
অর্জুনের ডায়েট-নামচা
পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আটার তৈরি চাপাটিতে থাকে অ্য়ান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, মিনারেল। সবুজ শাকসবজিতে থাকে ভিটামিন এ, ফাইবার। ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। দইতে থাকে প্রোটিন, ক্যালশিয়াম ও প্রোবায়োটিক। এসব থেকেই শক্তি সঞ্চয় করছেন অর্জুন।
অর্জুনের উদ্দেশ্য় ফের একবার ব্য়ারাকপুরের মাটিতে জয় পাওয়া। বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষের। তাই প্রচার চলছে দিন থেকে রাত। রাতে বাড়ি ফিরতে দেরি হলেও খাচ্ছেন বাড়ির খাবার। ভোটের ময়দানে লড়াই করতে, সুস্থ থাকতে বাড়ির পাওয়ার মিলেই ভরসা রাখছেন অর্জুন সিংহ।
আরও পড়ুন - পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।