নয়া দিল্লি: ৫জি স্পেক্ট্রাম নিলামের (5G Spectrum Auction) চারজন দরদাতা ইতিমধ্যে তাদের earnest money deposit জমা দিয়েছে। সহজ ভাষায় চারটি সংস্থা নিজেদের বায়না টাকা জমা করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা। ৫জি স্পেক্ট্রাম অকশন বা নিলামের ক্ষেত্রে earnest money deposit হিসেবে তারা জমা দিয়েছে ১৪ হাজার কোটি টাকা। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের এই EMD- এর পরিমাণ সত্যিই চমকে দেওয়ার মতো। বাকি যে চারটি সংস্থা বা দরদাতাকে রিলায়েন্স জিও গোষ্ঠী পিছনে ফেলেছে সেগুলি হল আদানি ডেটা নেটওয়ার্কস লিমিটেড, ভোডাফোন আইডিয়া লিমিটেড এবং ভারতী এয়ারটেল লিমিটেড।
Department of Telecommunications বা টেলযোগাযোগ বিভাগের মতে, আদানি ডেটা নেটওয়ার্কস ১০০ কোটি টাকা EMD বা earnest money deposit জমা দিয়েছে। এর পাশাপাশি ভোডাফোন আইডিয়া সংস্থা দিয়েছে ২২০০ কোটি টাকা। আর ভারতী এয়ারটেলের earnest money deposit- এর পরিমাণ ৫৫০০ কোটি টাকা। কিন্তু সকলকে টেক্কা দিয়ে 'বেস্ট বিডার' হয়েছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। ৫জি স্পেক্ট্রাম নিলামে সটান ১৪ হাজার কোটি টাকার দর হেঁকেছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, দরদাতাদের মোট মূল্যের পরিপ্রেক্ষিতে রিলায়েন্স জিও ১,৯৭,৭৯০ কোটি টাকায় এগিয়ে রয়েছে। এর পিছনেই ভারতী এয়ারটেল রয়েছে ৭৫,৮৮৬.৮ কোটি টাকায়। আদানি ডেটা নেটওয়ার্কস ৪৯৭৯.১ কোটি এবং ভোডাফোন আইডিয়া (-)৮০,৯১৮ কোটি টাকা নিয়ে চুক্তি বা প্যাকে এগিয়ে রয়েছে। দরদাতাদের জন্য বরাদ্দকৃত যোগ্যতার পয়েন্টগুলি হল: রিলায়েন্স জিও - ১৫৯৩৮০, ভারতী এয়ারটেল - ৬৬৩৩০, ভোডাফোন আইডিয়া - ২৯৩৭০ এবং আদানি ডেটা নেটওয়ার্ক - ১৬৫০৷
ভারতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা কবে চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে যে হয়তো চলতি বছরের শেষের দিকেই ৫জি পরিষেবা ভারতে চাল হতে পারে। আর সেই আশাতেই বিভিন্ন স্মার্টফোন সংস্থা ইতিমধ্যেই ৫জি ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। শুধু তাই নয়, গ্রাহকরা সেইসব ফোন কিনেও ফেলছেন। অদূর ভবিষ্যতে ৫জি নেটওয়ার্কের দুর্দান্ত পরিষেবা পাওয়ার আশায় সকলেই বিশেষ করে তরুণ প্রজন্মের এখন মন মজেছে ৫জি ফোনে।
আরও পড়ুন- ২৯৯ টাকায় পাবেন ১০ লাখের সুবিধা, জেনে নিন পোস্ট অফিসের এই প্ল্যান