শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনাঃ সপ্তাহ পেরোনোর আগেই ফের বোমা উদ্ধার বাসন্তীতে। বাসন্তীর (Basanti) গাগড়ামারিতে একটি ফাঁকা বাড়ি থেকে দুই ব্যাগ বোমা উদ্ধার করল বাসন্তী থানার পুলিশ (Basanti Policxe Station)। ফাঁকা বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলটি ঘিরে রেখেছে বাসন্তী থানার পুলিশ। 


আরও পড়ুন, তৃণমূলে ছিলাম, আছি, থাকব: শিশির অধিকারী


বাসন্তীর গাগড়ামারির ওই ফাঁকা বাড়িতে কে বা কারা এই বোমগুলি রেখে গেলো তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বোমগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি বোম্ব স্কোয়াডকে (CID Bomb Scuad) খবর দেওয়া হয়েছে। ওই দুটি ব্যাগে প্রায় পনেরো থেকে কুড়িটি বোমা আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাসন্তিতেই বালতি ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বাসন্তীর খেরিয়াতে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসেন সিআইডি-র অফিসারেরা।


দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খেরিয়া গ্রামে আফতাব উদ্দিন শেখ নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বালতি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ির সামনে একটি বালতিতে  একটি চটের ব্যাগ ঢাকা অবস্থায় দেখতে পায় আফতাবের পরিবারের সদস্যরা। চটের ব্যাগ সরাতে বালতির মধ্যে বেশ কয়েকটি বোমা  দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাসন্তী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বালতি ভর্তি বোমা উদ্ধার করে।বোমাগুলি নিষ্ক্রিয় করতে সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। 


সম্প্রতি পানিহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে। অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।' বাংলার বুকে এখনও যেখানে বোমা লুকিয়ে আছে, সব জায়গা থেকে খুঁজে বর করা হবে বলে জানান তিনি। এমনকি তিনি বলেন, 'ভাটাপাড়াতেও আর বোমা পড়বে না।' যদিও তার প্রতিশ্রুতির পরপরই শ্রমিক খুন এবং পরপর বোমাবাজিতে উত্তাল হয় জগদ্দল। আর এবার সপ্তাহ পেরোনোর আগে ফের বোমা উদ্ধার বাসন্তীতে।