Stock Market: কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে মূলত বেশিরভাগ বিনিয়োগকারীই এর বিগত কয়েক বছরের রিটার্নের দিকে একবার হলেও চোখ বুলিয়ে নেন। আর একই মেয়াদে অন্যান্য স্কিমের ফান্ডের রিটার্নের (Mutual Fund) সঙ্গে তুলনা করেন। অতীতের পারফরম্যান্স ইঙ্গিত দেয় আগামী দিনে আপনার টাকা এই ফান্ডে রাখলে (Best Value Mutual Fund) কত ভালভাবে ম্যানেজ করবে ফান্ড ম্যানেজার এবং কতটা রিটার্ন এনে দেবে। যে ফান্ডের অতীতে রিটার্নের দিক থেকে দারুণ পারফরম্যান্স রয়েছে, সেই ফান্ডেই বেশিরভাগ বিনিয়োগকারী টাকা রাখেন।
এই প্রতিবেদনে এমন ৬টি বাজারের সেরা ভ্যালু মিউচুয়াল ফান্ডের নাম উল্লেখ করা হবে যেগুলিতে বিগত ৩ বছরের মেয়াদে বার্ষিক ২০ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে। ভ্যালু মিউচুয়াল ফান্ড বলতে সেই সমস্ত ফান্ডকে বোঝায় যাদের পোর্টফোলিওতে ৬৫ শতাংশ স্টক বা ইকুইটি রয়েছে এবং যে ফান্ডের ম্যানেজার ভ্যালু বিনিয়োগ কৌশল অবলম্বন করবেন। এই ফান্ডগুলি এমন কিছু স্টকে টাকা বিনিয়োগ করে যেগুলির দাম এখন কম, কিন্তু আগামীতে তা ভাল রিটার্ন এনে দেবে। ২০২৫ সালের ৩১ জুলাইয়ের তথ্য অনুসারে বাজারে মোট ২৪টি এমন ভ্যালু ফান্ড রয়েছে যাদের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে ২.০১ লক্ষ কোটি টাকা।
২০২৫ সালের ১৩ অগাস্ট পর্যন্ত পরিসংখ্যান অনুসারে এএমএফআই-এর তথ্য থেকে এমন ৬টি ভ্যালু ফান্ড নিচে দেওয়া হল –
অ্যাক্সিস ভ্যালু ফান্ড – ২১.৪৫ শতাংশ হারে রিটার্ন
এইচএসবিসি ভ্যালু ফান্ড – ২৩.৮৪ শতাংশ হারে রিটার্ন
আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু – ২১.০৫ শতাংশ হারে রিটার্ন
জেএম ভ্যালু ফান্ড – ২৩.৩৪ শতাংশ হারে রিটার্ন
নিপন ইন্ডিয়া ভ্যালু ফান্ড – ২১.১৯ শতাংশ হারে রিটার্ন
কোয়ান্ট ভ্যালু ফান্ড – ২২.৯৮ শতাংশ হারে রিটার্ন
তবে অতীতে এই সমস্ত ফান্ড দারুণ রিটার্ন এনে দিয়েছে বলেই যে আগামী দিনে দারুণ রিটার্ন এনে দেবে এমন নয়। অতীতের রিটার্নের অঙ্ক ভবিষ্যতের রিটার্নকে নিশ্চয়তা দেয় না।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)