Investment News: অবসর পরিকল্পনায় কোনও ধরনের ভুল করলে বয়সকালে ভুগতে হবে আপনাকেই। সেই সময় অর্থকষ্টে হবে দিন গুজরান। তাই আগে থেকেই পরিকল্পনা করুন রিটায়ারমেন্ট প্ল্যান। জেনে নিন, কোন বয়সে কীভাবে বিনিয়োগ করলে পাবেন ভাল রিটার্ন। প্রত্যেক ব্যক্তির জন্য অবসর পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। এমনকী আপনি যদি অবসর গ্রহণের পরিকল্পনা শুরু করতে দেরি করেন, তাহলে একটি কৌশলের মাধ্যমে এই ক্ষতিপূরণ করতে পারেন। এখানে দেখে নিন, অবসর পরিকল্পনা ও বিনিয়োগ সম্পর্কিত সেরা তথ্য।


Retirement Plan: পরিকল্পনা মত এটা চিন্তা


ধরা যাক আপনি যদি ৩৫ বছর বয়সে সঞ্চয় করা শুরু করেন, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনার কাছে ২৫ বছরের বেশি সময় থাকবে। এই ২৫ বছরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টাকা জমাতে পারবেন। এই কাজ সহজ নয়, তবে আপনি সহজেই আপনার আর্থিক উপদেষ্টার সাহায্যে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।


Investment News: আপনার প্রয়োজন বুঝুন


অবসর গ্রহণের পর আপনার কত টাকা লাগবে তা আগে বের করতে হবে। ডেট ফান্ড ও পিপিএফের মতো কম ঝুঁকির বিকল্পগুলিতে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। আপনার জীবনযাত্রার কথা মাথায় রেখে আপনার অবসরের জন্য সঞ্চয় করা উচিত।


Retirement Plan: খরচ নিয়ন্ত্রণ


অল্প টাকা বাঁচিয়ে আপনি বড় অঙ্কের তহবিল জমা করতে পারেন। আপনার বয়স যদি এখন ৪০ বছর হয়, তাহলে ৭০ বছর বয়সে ৫০০ টাকার খাবারের দাম হাজারের বেশি হতে পারে। এমনকী খরচের ছোট পরিবর্তন আপনার অবসরকালীন সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, আপনার অপ্রয়োজনীয় খরচে লাগাম টানতে।


Investment News: সম্পত্তির হিসেব


সম্পত্তির হিসেব করাটা খুবই জরুরি। অবসর গ্রহণের পর আয়ের উৎস হিসেবে আপনি কী করতে পারেন? আপনাকে বুঝতে হবে, তাতে কতটা সঞ্চয় করতে হবে। আপনি অবসরের পর ভালো রিটার্ন পেতে এই জায়গাগুলিতে বিনিয়োগ করতে পারেন।


Retirement Plan:
সেভিংস অ্যাকাউন্টে বিনিয়োগ


ব্যাঙ্ক এফডিতে বিনিয়োগ


কর্মচারী পেনশন স্কিমে বিনিয়োগ 


রিয়েল এস্টেট ভাড়া বা বিক্রয়ে বিনিয়োগ


সোনায় বিনিয়োগ


বিমা পলিসিতে বিনিয়োগ


আরও পড়ুন: Government Scheme: গ্যারান্টি ছাড়াই পেতে পারেন ৫০,০০০ টাকা, এদের জন্য এই সুবিধা দিচ্ছে সরকার