7th Pay Commission: নতুন অর্থবর্ষ শুরুর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে (DA Hike) কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনে এবার থেকে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ২ শতাংশ হারে বাড়ানো হল। আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন এবং এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ।
বেতন কত বাড়বে
২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে এন্ট্রি লেভেল বেতন যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে তা মাসে ৩৬০ টাকা হারে বেড়ে যাবে এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে। ২০২৫ সালের ১ জানুয়ায়রি থেকেই সমস্ত সরকারি কর্মীদের এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্র।
কারো বেতন যদি মাসিক ৩০ হাজার টাকা হয়ে থাকে, এবং তাঁর বেসিক পে যদি হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এতদিন ডিয়ারনেস অ্যালাউয়েন্স হিসেবে ৯৫৪০ টাকা পেতেন যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ। তবে এই ডিএ ২ শতাংশ বৃদ্ধির ফলে ৫৫ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাউয়েন্স পাবেন ৯৯০০ টাকা যা কিনা আগের থেকে ৩৬০ টাকা বেশি।
আগেও বেড়েছে ডিএ
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেবারে ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সরকারি কর্মীদের। ফলে সেবারেই ৫০ শতাংশ ডিএ থেকে বেড়ে হল ৫৩ শতাংশ। অর্থাৎ একইভাবে কর্মীদের সঙ্গে এই বর্ধিত ডিএর সুবিধে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী হিসেবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। বছরে সাধারণত দু'বার করে ডিএ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জানুয়ারি এবং জুলাই মাস থেকে ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে। এর মাধ্যমে মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের টেক হোম স্যালারির পরিমাণ অনেকটা বেড়ে যায়।
কীভাবে ডিএ গণনা করা হয়
২০২২ সালের জুনে শেষ হওয়া সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের ১২ মাসের গড় বৃদ্ধির হারের উপরে ভিত্তি করে এই ডিএ বা ডিআর বাড়ানো হয়ে থাকে। প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে এই নতুন মহার্ঘভাতা কার্যকর হয়ে থাকে। তবে এই ডিএ বাড়ানোর ঘোষণা করা হয় মূলত মার্চ ও সেপ্টেম্বর মাসে।