DA Hike:  সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথমেই আসতে চলেছে সুখবর। ফের ডিএ (DA Hike) বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees)। সরকার এই কর্মীদের জন্য 3-4 শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।


এর আগে কবে বেড়েছিল ডিএ
2024 সালের মার্চ মাসে ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার মূল বেতনের 4 শতাংশ, পুরো 50 শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। সরকারও মহার্ঘ্য ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ (ডিআর) 4 শতাংশ বাড়িয়েছে। এর মধ্যে মহার্ঘ ভাতা (DA) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয়। পাশাপাশি ডিয়ারনেস রিলিফ (DR) পান পেনশনভোগীরা। DA এবং DR বছরে দুবার বাড়ানো হয়, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়৷


কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কি বকেয়া ডিএ পাবেন?
বহুদিন ধরেই কোভিডকালের বকেয়া ডিএ প্রাপ্তি নিয়ে আসা জেগেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে। যদিও সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিয়েছেন সরকার কোভিড-১৯ মহামারী চলাকালীন থমকে যাওয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) 18 মাসের বকেয়া এখন দিচ্ছে না। 


সরকার কীভাবে ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয় ?
অল-ইন্ডিয়া CPI-IW-এর 12 মাসিক গড় বৃদ্ধির শতাংশের ভিত্তিতে ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকার প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই ভাতাগুলি সংশোধন করে। তবে সিদ্ধান্তটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর/অক্টোবরে ঘোষণা করা হয়।


2006 সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর গণনা করার সূত্রটি সংশোধন করেছিল।


 মহার্ঘ ভাতার শতাংশ= ((Average of All-India Consumer Price Index (Base Year 2001=100) for the past 12 months -115.76)/115.76)x100.


কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য : Dearness Allowance Percentage = ((Average of All-India Consumer Price Index (Base Year 2001=100) for the past 3 months -126.33)/126.33)x100.


অষ্টম কমিশন কবে গঠিত হবে ?


অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যেই দাবি জানিয়েছে। তবে এখন পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব নেই। যদিও 30 জুলাই রাজ্যসভায় একটি লিখিত উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন,  এই জাতীয় কোনও প্রস্তাব সরকারের কাছে এখন নেই। 


সপ্তম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল৷ এর সুপারিশগুলি 1 জানুয়ারি, 2016 থেকে কার্যকর করা হয়েছিল৷ সাধারণত, সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে বেতন কমিশন গঠন করে৷


SBI Mutual Fund: স্টেট ব্যাঙ্কের এই ফান্ডে ৪০ শতাংশ পাবেন বছরে, ১০ হাজার হয়ে গেছে ১৬ লাখ