Jana Small Finance Bank FD: আজকাল বেশিরভাগ মানুষই বেশি রিটার্নের আশায় মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে শুরু করেছেন। তবে সাধারণ মানুষের কাছে আজও বিনিয়োগের অন্যতম মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। এতে ঝুঁকি একেবারেই নেই, নিশ্চিত অঙ্কের (Fixed Deposit) রিটার্ন মেলে। কিন্তু মিউচুয়াল ফান্ডে খানিক ঝুঁকি থাকলেও রিটার্নের দিক থেকে এফডিতে অনেক কম রিটার্ন দেয়। তবে এখন কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্কের এফডিতে (Small Finance Bank FD) ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এমনই একটি স্মল ফিনান্স ব্যাঙ্ক নিয়ে এল এক আশ্চর্য এফডি স্কিম। এখানে মাত্র ৫০ টাকা বা তার গুণিতকের অঙ্কে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করা যায়।

Continues below advertisement

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি রেকারিং ডিপোজিট স্কিম চালু করেছে যেখানে ৯ মাস থেকে ২০ মাসের মেয়াদে নির্দিষ্ট সময় অন্তর কিছু টাকা জমালে সাধারণ সেভিংসের তুলনায় বেশি সুদের হার মিলবে। সেভাবেই জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক একটি নতুন এফডি স্কিম চালু করেছে যার নাম 'লিকুইড প্লাস এফডি স্কিম'। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকরা ন্যূনতম ৫০ টাকা থেকে ৫০ টাকার গুণিতকে টাকা জমা রাখতে পারেন। এমনকী এই জমানো টাকার উপর ৯৫ শতাংশের ওভারড্রাফট বা ঋণের সুবিধেও দেবে এই ব্যাঙ্ক।

এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ দেবে ৭ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য। যে কোনও গ্রাহক এই ব্যাঙ্কে ১ সপ্তাহ থেকে ৬ মাসের মধ্যে যে কোনও সময়ের মেয়াদে টাকা ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন যাতে আপনি ৬.৭৫ শতাংশ সুদ পাবেন।

Continues below advertisement

কী কী বিশেষত্ব আছে এই ফিক্সড ডিপোজিটের

ট্রাডিশনাল স্বল্প মেয়াদি বিনিয়োগের থেকে এই ফিক্সড ডিপোজিটে অনেক বেশি সুদ দিচ্ছে।

একইদিনের মধ্যে টাকা তুলে নেওয়ার সুবিধে দিচ্ছে এই বিশেষ এফডি স্কিম অর্থাৎ T+0 সেটলমেন্ট হবে এই স্কিমে।

আপনার ইচ্ছামত এই ফিক্সড ডিপোজিটে জমানো টাকার একটা অংশ আপনি চাইলে তুলে নিতে পারেন যখন খুশি।

এই টার্ম ডিপোজিটের ক্ষেত্রে কোনও এক্সিট লোড নেই, অর্থাৎ যখন খুশি টাকা তুলতে চাইলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। ফলে ঝুঁকিও রইল না।

আপনার ফিক্সড ডিপোজিট না ভেঙে তার বিনিময়ে আপনি ফিক্সড ডিপোজিটে জমানো টাকার ৯৫ শতাংশ পর্যন্ত ওভারড্রাফটের সুবিধে পেয়ে যাবেন আপনি।

আরও পড়ুন: Stock Market News: স্টক মার্কেটে প্রযুক্তিগত ত্রুটির জন্য লস হলে দায়িত্ব নিতে হবে এদের, সেবি করল বড় ঘোষণা