7th Pay Commission: কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় খবর। সরকারের তরফে কিছু কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নেওয়া হয়েছে। এখন থেকে কিছু নির্দিষ্ট শ্রেণির প্রতিবন্ধী কেন্দ্র সরকারি কর্মীদের স্বাভাবিক হারের থেকে দ্বিগুণ হারে পরিবহন ভাতা বা ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স দেওয়া হবে। সমস্ত মন্ত্রককে এই নির্দেশ মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।
কারা পাবেন এই সুবিধে
অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সাম্প্রতিক স্মারকলিপিতে স্পষ্ট করেই বলা হয়েছে যে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারি করা পূর্ববর্তী নির্দেশাবলী সংশোধন করে প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রেণির একটি আলাদা তালিকা জারি করা হয়েছে যার অধীনে কেন্দ্র সরকারি প্রতিবন্ধী কর্মীদের ভাতা দ্বিগুণ হারে বাড়ানো হবে। নতুন নির্দেশিকা অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন ২০১৬-র অধীনে নিম্নলিখিত বিভাগের অধীনে থাকা কর্মীরা এই সুবিধে পাওয়ার অধিকারী হবেন। তবে তাদের অন্য শর্তগুলিও পূরণ করতে হবে।
লোকোমোটর ডিসেবিলিটি- এর মধ্যে রয়েছে কুষ্ঠ, সেরিব্রাল প্যারালাইসিস, বামনতা, পেশির দুর্বলতা, অ্যাসিড আক্রমণের শিকার ইত্যাদি ব্যক্তিরা। এর মধ্যে শিরদাঁড়ার বিকৃতি ও আঘাতও অন্তর্ভুক্ত। এগুলি ছাড়াও যাদের দৃষ্টিশক্তি নেই, বা দৃষ্টিশক্তি কম যাদের শ্রবণে সমস্যা আছে, অস্পষ্ট করে কথা বলেন, লার্নিন ডিসেবিলিটি যুক্ত ব্যক্তি, অটিজম স্পেকট্রামে থাকা ব্যক্তি, মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তি, পার্কিনসন রোগের মত দীর্ঘমেয়াদী স্নায়বিক রোগে ভুগছেন এমন ব্যক্তি এই শ্রেণির অধীনে থাকবেন।
ব্লাড-রিলেটেড ডিসেবিলিটি – হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল রোগে আক্রান্তরা এর মধ্যে পড়বে।
মাল্টিপল স্ক্লেরোসিস – দুই বা ততোধিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি এই শ্রেণির অধীনে থাকবেন যেমন বধিরতা, অন্ধত্ব ইত্যাদি।
প্রতিবন্ধী কর্মীদের তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে কাজের জন্য কোথাও যাওয়া তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। সরকার কর্তৃক পরিবহন ভাতা তাদের জন্য খুবই স্বস্তির বিষয় যা তাদের কেবল আর্থিক সহায়তাই দেবে এমন নয়, বরং সামাজিকীকরণেও অনেক সহায়তা করবে তাদের।
কিছুদিন আগেই অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান অষ্টম পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সুপারিশ জমা দেবে যার তথ্য সঠিক সময়ে দেওয়া হবে। জানিয়ে রাখা ভাল যে মোদি সরকার বিগত ১৬ জানুয়ারি অষ্টম পে কমিশন ঘোষণা করেছিলেন। তবে সেই দিনের পর এখন ৬ মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে।