Aadhaar Update: আধার কার্ডে সমস্যা হলে রয়েছে এই কেন্দ্র। আধার সেবা কেন্দ্রের মাধ্যমে কার্ড আপডেট করতে পারেন আপনি। তবে যখন-তখন গেলেই পাবেন না আধার সেবা কেন্দ্রে পরিষেবা। সেই কারণে আগে থেকেই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। অনলাইনে এই কয়েক ধাপেই বুক করতে পারবেন আপনার সময়। জেনে নিন কীভাবে ?


Aadhaar Card: কেন আপডেট গুরুত্বপূর্ণ ?
বর্তমানে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় আদার কার্ড। আধার আজ আর কেবল ভোটের পরিচয়পত্র নয়। স্কুল-কলেজে ভর্তি, সম্পত্তি কেনা, গয়না কেনা-বেচা, ভ্রমণের সময় সবেই আইডি প্রুফ হিসেবে কাজে লাগে এই কার্ড। এ ছাড়াও সরকারি স্কিমের সুবিধা নিতে অবশ্যই দিতে হবে এই নথি। তাই কোনও কারণে আপনার আধার কার্ডে কোনও ভুল থাকলে তা শীঘ্রই ঠিক করে নিন। সেই ক্ষেত্রে আধার সেবা কেন্দ্র গিয়ে সহজেই করতে পারেন এই কাজ। সেই ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রের জন্য আগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে দীর্ঘ সময় সারিতে দাঁড়াতে হবে না।


Aadhaar Seva Kendra: আপনি আধার সেবা কেন্দ্রে এই তথ্যগুলি আপডেট করতে পারেন


আধারে নাম আপডেট


ঠিকানা আপডেট


মোবাইল নম্বর আপডেট


ইমেইল আইডি


জন্ম তারিখ আপডেট


জেন্ডার আপডেট


বায়োমেট্রিক আপডেট


Aadhaar Card: আধার সেবা কেন্দ্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এইভাবে
1. এরজন্য প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ ক্লিক করুন।


2. এরপর আমার আধার অপশনে ক্লিক করুন।


3. পরে 'বুক এ অ্যাপয়েন্টমেন্ট'-এর অপশনে ক্লিক করুন।


4. এখানে আধার আপডেট অপশনে ক্লিক করুন।


5. এবার ক্যাপচা কোড লিখুন ও OTP দিন।


6. পরে OTP লিখে আধার যাচাই করুন।


7. এখানে আপনি আপনার সব তথ্য ও ঠিকানা পূরণ করুন।


8. এবার আধার অ্যাপয়েন্টমেন্টের টাইম স্লট বুক করুন।


9. এরপরে আপনি তারিখ ও সময় পাবেন।


আরও পড়ুন : New Labour Law: কোম্পানি ছাড়ার ২দিনের মধ্যে দিতে হবে বকেয়া, এবার আসছে নতুন নিয়ম !