UIDAI Update: আধার কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল UIDAI কর্তৃপক্ষ।  আধার কার্ডের সংস্থা জানিয়েছে, এবার থেকে নতুন আধার কার্ড তৈরি করতে বা  আধার কার্ডে ব্যক্তিগত তথ্য আপডেট করার জন্য নাগরিকদের নতুন ফি দিতে হবে। এ ছাড়াও আরও একটি ঘোষণা করেছে সংস্থা। 


Aadhaar Card: কোন বয়সে আপডেট করতে হবে আধার ?
কোনও ব্যাক্তি চাইলে তাঁর বায়োমেট্রিক্স, ঠিকানা, ইমেল, ফোন নম্বর ও অন্যান্য তথ্যের সঙ্গে সম্পর্কিত বিষয় আধারের মাধ্যমে আপডেট করতে পারে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের তাদের বায়োমেট্রিক ডেটা ও অন্যান্য তথ্য ৫ ও ১৫ বছর বয়সে আপডেট করতে হবে।


UIDAI Update: কত তারিখের মধ্যে আপডেট করতে হবে আধার ?
আধার্ কর্তৃপক্ষ বা UIDAI-এর তরফে বলা হয়েছে, চলতি বছরের ১৪ জুনের মধ্য়ে  আপডেট করতে হবে আধার। ১৫ মার্চ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। তবে সবার জন্য এই আপডেট বাধ্যতামূলক নয়। UIDAI বলেছে,  যারা দশ বছরেরও বেশি সময় ধরে তাদের আধার তথ্য আপডেট করেননি তারা https://myaadhaar.uidai.gov.in-এ অনলাইনে তাদের পরিচয় ও ঠিকানার প্রমাণ জমা দিয়ে কার্ড আপডেট করুন। এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।


Aadhaar Card: সাধারণত কত টাকা লাগে আধার আপডেটে ? 
সাধারণত ১২-সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বরে কিছু পরিবর্তন করার জন্য UIDAI ৫০ টাকা নিয়ে থাকে। ব্যবহারকারীরা যদি পরিচয়ের প্রমাণ (PoI)বা  ঠিকানার প্রমাণ (PoA) বদলাতে চান, সেই ক্ষেত্রে এই টাকা লাগে।  বিশেষ করে কোনও ব্যক্তির আধার আইডি যাদি ১০ বছর বা তার বেশি সময় আগে তৈরি করা হয় তাহলে দিতে হয় এই ফি।


UIDAI Update: কোথায় বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন ?
মনে রাখবেন, বিনামূল্যে UIDAI পরিষেবা কেবল MyAadhaar পোর্টালে অনলাইনে পাওয়া যাবে। ফিজিক্যাল আধার কেন্দ্রগুলিতে নথি আপডেট করার জন্য কার্ডহোল্ডারদের এখনও ৫০ টাকা ফি দিতে হবে। UIDAI জানিয়েছে, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন আরও সহজ ও উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 


Aadhaar Card Update: কীভাবে আপডেট করবেন আধার


UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
এরপরে 'My Aadhaar' মেনুতে যান।
Update Your Aadhaar নির্বাচন করুন
এখানে Update demographics data online ক্লিক করুন
এই পর্বে Proceed to update Aadhaar নির্বাচন করুন
আধার কার্ড নম্বর লিখুন
ক্যাপচা ভেরিফিকেশন করুন
Send OTP টিপুন
'ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন' বিকল্পে যান
আপডেট করার জন্য বিস্তারিত বিকল্প নির্বাচন করুন
নতুন বিবরণ লিখুন
প্রামাণ্য নথি স্ক্যান কপি আপলোড করুন
জমা তথ্য় সঠিক কিনা যাচাই করুন
OTP দিয়ে যাচাই করুন


Guinness World Records: এক আংটিতে ৫০ হাজারেরও বেশি হীরে, বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাইয়ের জুয়েলার্স, দাম কত জানেন ?