50,000 Diamonds Sets Ring: একেবারে অভিনব উদ্ভাবন ! একটি হীরের আংটিতে বসানো হয়েছে ৫০ হাজারেরও বেশি হীরে। মুম্বইয়ের এক অলঙ্কার ব্যবসায়ী করেছে এই অসাধ্য় সাধন। যার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিশ্ব রেকর্ডের সম্মান। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম উঠেছে এই আংটির। 


Guinness World Records: কারা করেছে এই কাজ ?
ভারতের ঝুলিতে এসেছে এই বিশ্বরেকর্ডের সম্মান। সৌজন্যে মুম্বইয়ের এক জুয়েলার্স। ৫০ হাজারেরও বেশি হীরে বসিয়ে আংটিকে অনন্য রূপ দিয়েছে নকারিগররা। অলঙ্কার ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে,অত্যাশ্চর্য এই কারিগরি টুকরেগুলি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহার করা যাবে। এটাই আংটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য।


World Records: কবে এসেছে এই সম্মান ?
মুম্বাই-ভিত্তিক জুয়েলার্স এই "হুপিং ডায়মন্ড-ক্রাস্টেড" তৈরিতে ৫০ হাজারের বেশি হীরে ব্যবহার করেছে। যার দৌলতে একটি আংটিতে সবচেয়ে বেশি হীরে সেট করার বিশ্ব রেকর্ড উঠে এসেছে তাদের হাতে৷ এইচ.কে. ডিজাইন ও হরি কৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড করেছে এই কাজ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (GWR) অনুসারে চলতি বছরের ১১ মার্চ এই কৃতিত্ব অর্জন করেছে জুয়েলার্স।


50,000 Diamonds Sets Ring: কী নাম আংটির ?
অত্যাশ্চর্য আংটি বানাতে 'রিসাইকেলড গোল্ড'-এর সঙ্গে হীরে ব্যবহার করা হয়েছে। আংটিতে মোট ৫০,৯০৭ টি হীরে বসিয়েছেন কারিগররা। রিংটির নাম দেওয়া হয়েছে 'ইউটিরিয়া', যার অর্থ "প্রকৃতির সঙ্গে একাত্ম" । এর উপরে একটি প্রজাপতি সহ একটি সূর্যমুখী রয়েছে। H.K ডিজাইনের মতে, ফিনিশড রিংটির ওজন ৪৬০.৫৫ গ্রাম, যার মূল্য ৬.৪ কোটি টাকা।


Guinness World Records: কত সময় লেগেছে এই আংটি তৈরি করতে ?


GWR এর মতে, শুরু থেকে সৃষ্টি পর্যন্ত প্রক্রিয়াটি শেষ করতে প্রায় নয় মাস সময় লেগেছে। ৫০ হাজারেরও বেশি হীরে বসানো একটি চ্যালেঞ্জিং কাজ ছিল কারিগরদের কাছে। প্রয়োজনের জন্য প্রথম থেকেই এর ডিজাইনের উপর জোর দেওয়া হয়েছিল। কারিগররা এই আংটি তৈরিতে বিভিন্ন সম্ভাব্য ধারণা নিয়ে আলোচনা করতে অনেক সময় ব্যয় করেছে। উপরন্তু, তারা পণ্যের সঙ্গে সন্তুষ্ট হওয়ার আগে কম্পিউটার-এডেড ডিজাইন (CAD) পালিশ করতে চার মাস সময় নিয়েছে। কারিগরদের নিপুণ কৌশলে শেষপর্যন্ত রূপ পেয়েছে এই অমূল্য় রতন। সেই কারণে একে স্বীকৃতি দিয়েছে Guinness World Records


আরও পড়ুন : Property Claim: বাবা-মা না স্ত্রী ! বিয়ের পর ছেলের সম্পত্তিতে কার অধিকার ?