Aadhaar Card: আধার নম্বর থাকলেই তুলতে পারবেন টাকা, ওটিপি বা পিন লাগবে না, জেনে নিন পদ্ধতি

Money Transfer by Aadhaar Card: ওটিপি বা পিন না দিয়েই আধার নম্বর থেকে করতে পারবেন  টাকার লেনদেন।

Continues below advertisement

Money Transfer by Aadhaar Card: ওটিপি বা পিন না দিয়েই আধার নম্বর থেকে করতে পারবেন  টাকার লেনদেন। Aadhaar Enabled Payment System (AePS) এর সাহায্যে আপনি ডিজিটাল লেনদেন করতে পারবেন। জেনে নিন পদ্ধতি।

Continues below advertisement

Aadhaar Card: লেনদেনে লাগবে না ব্যাঙ্কের বিবরণ 
দেশের প্রতিটি নাগরিককে দেওয়া হয় আধার কার্ড। এখন আধার কার্ড কেবল পরিচয়পত্র নয়। এর সাহায্যে আপনি টাকা তুলতেও পারবেন। একই সময়ে আপনি কেবল আধার নম্বরের সাহায্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। 

আধার নম্বরের সাহায্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ  এই সিস্টেমটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)স্বীকৃত। এই সিস্টেমটি আধার নম্বর, আইরিস স্ক্যান ও আঙুলের ছাপ দিয়ে যাচাই করে এটিএম-এর মাধ্যমে আর্থিক লেনদেনের অনুমতি দেয়। এই সিস্টেমটিকে একটি খুব নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। কারণ এর জন্য আপনাকে ব্যাঙ্কের বিবরণ দেওয়ার প্রয়োজন পড়বে না৷

Money Transfer by Aadhaar Card: ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে
আপনি যদি এই পরিষেবার সুবিধা নিতে চান, তবে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে আপনি এই সিস্টেম থেকে টাকা তুলতে পারবেন না। এই সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য কোনও OTP ও PIN লাগবে না। মনে রাখবেন, একটি আধার কার্ড একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে।

AePS সিস্টেমে কী কী সুবিধা
AePS সিস্টেমের সাহায্যে আপনি ব্যালেন্স তুলতে পারবেন। এর সাথে ব্যালেন্স চেকিং, টাকা জমা দেওয়া ও আধার থেকে আধারে তহবিল স্থানান্তর ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, মিনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ,ইকেওয়াইসির সুবিধা পাবেন এর মাধ্যমে।

Aadhaar Card: কীভাবে AePS সিস্টেম ব্যবহার করবেন ?
১ আপনার এলাকার ব্যাঙ্কের প্রতিনিধিদের কাছে যান।
২ এখন OPS মেশিনে ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
৩ এর পরে যেকোনও একটি পরিষেবা নির্বাচন করুন। যেমন টাকা তোলা, আমানত, কেওয়াইসি ও ব্যালেন্স চেক ইত্যাদি।
৪ এখন ব্যাঙ্কের নাম ও টাকা তোলার পরিমাণ লিখুন।
৫ এরপরে বায়োমেট্রিক লেনদেন যাচাই করুন, তারপরে আপনি টাকা তুলতে পারবেন।

Ration Card: স্ত্রীর নাম যোগ করবেন রেশন কার্ডে ? এই কয়েক ধাপে হবে কাজ

Continues below advertisement
Sponsored Links by Taboola