Personal Loan: জরুরি পরিস্থিতিতে আপনার যদি টাকার দরকার হয়, সেক্ষেত্রে অনেকেই পার্সোনাল লোন নিয়ে থাকেন। এখন যদিও বহু মোবাইল অ্যাপ এসে গিয়েছে যেখানে যথাযথ কাগজপত্রের ঝামেলা ছাড়াই খুব কম সময়ে কয়েক মিনিটের মধ্যেই লোনের (Instant Loan) আবেদন মঞ্জুর হয়ে যায় এবং টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। পার্সোনাল লোনের (Personal Loan) জন্য ব্যাঙ্ক বা এনবিএফসির সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি, কিন্তু তার থেকে এই সমস্ত অ্যাপে ১০ মিনিটের মধ্যেই লোন পেয়ে যান গ্রাহকরা।


এই ধরনের মোবাইল অ্যাপগুলি থেকে টাকা ধার নিলে কিছু ঝুঁকির জায়গাও থেকে যায়। অনৈতিকভাবে লেনদেনের সুযোগ বাড়তে পারে, কিংবা জালিয়াতি হতে পারে আপনার অ্যাকাউন্টের সঙ্গে। ফলে যে কোনো ইনস্ট্যান্ট লোন অ্যাপ ব্যবহারের আগে দেখে নিতে হবে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়।


অ্যাপ বৈধ কিনা যাচাই করুন


বৈধ আইনি ইনস্ট্যান্ট লোন অ্যাপ সংস্থার অনলাইন অস্তিত্বের সঙ্গে সঙ্গে অফলাইনেও কোনো না কোনো অফিস থাকবে। বা সমাজমাধ্যম অ্যাকাউন্ট থাকবে, ওয়েবসাইট থাকবে। অ্যাপ ডাউনলোড করার আগে এই বিষয়গুলি দেখে নিতে হবে। আবার এই অ্যাপ সম্পর্কিত খবর থাকলে তাও সার্চ করে দেখে নেওয়া ভাল।


নিয়ন্ত্রক সংস্থার সম্পর্কে যাচাই করুন


নিশ্চিত করতে হবে যে এই মোবাইল অ্যাপ কোনো আরবিআই স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত কিনা। এই ধরনের অ্যাপগুলি কোনো না কোনো নিয়মের নিগড়ে বাঁধা থাকবে, আইনিভাবে ধার দিয়ে থাকতে হবে। আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়ে বা তাদের হেল্পলাইনে ফোন করে দেখে নিতে হবে সেই অ্যাপ বৈধ কিনা।


তথ্য সুরক্ষা


এই ধরনের লোন অ্যাপগুলি ধার দেওয়ার জন্য ঋণগ্রহীতার তথ্য অনুমতিসাপেক্ষে ব্যবহার করে থাকে। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী কেওয়াইসি করার জন্য একবার তথ্য ব্যবহার করতে পারে। এই সময় ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত বিষয় ব্যবহারের অনুমতি নিতে পারে। তবে পরে অপ্রয়োজনে এই তথ্য ব্যবহার যাতে না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Inflation Calculator: এখন ৫০ লাখ টাকা জমানো আছে ? ৩০ বছর পরে কত মূল্য হবে জানেন ?