UIDAI: ভুল করেও আধার কার্ড (Aadhaar Card) দিয়ে টাকা তোলার সময় এই ভুলগুলি করবেন না। এই ধরনের ভুল করলে টাকা পাওয়ার পরিবর্তে টাকা (Money) হারাতে পারেন আপনি। প্রতারকরা (Aadhaar Fraud) আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমে Aadhaar Enabled Payment System (AEPS) শ্যেন দৃষ্টি রাখছে। আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !


আধার কার্ডের মাধ্য়মেও টাকা তোলা যায় ?
মনে রাখবেন, আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমের মাধ্য়মে আপনি সহজেই আপনার ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন। মূলত যেখানে ব্য়াঙ্কের পরিষেবা নেই সেখানে এই ধরনের সার্ভিস পাওয়া যায়। এটি একটি মাইক্রো ব্যাঙ্কিং সিস্টেম, যেখানে আধার কার্ড দেখিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। এই টাকা তোলার জন্য নির্দিষ্ট এজেন্ট থাকে। তবে টাকা তোলার সময় এই ভুলগুলি করলে প্রতারণার ভয় থাকে।


AEPS সিস্টেমে টাকা তোলার আগে এই তিন বিষয়ে সাবধান হোন
১ একবার কারও হাতে আপনার কার্ড দেওয়ার আগে তার বিষয়ে পুরো জেনে নিন। তিনি ভরসাযোগ্য কিনা তা আপনার পরিচিতদের থেকে জানুন, না হলে সমস্যা হতে পারে। এই ধরনের এজেন্সি দেওয়ার আগে তাদের নির্দিষ্ট আইডি দেওয়া হয় সেই আইডি দেখতে চান।


২ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যন্ত্রটি দেখে নিন
একবার এখানে আঙুলের ছাপ দেওয়ার আগে দেখুন মেশিনে কোনও পেপার বা ট্রান্সপারেন্ট ফিল্ম রয়েছে কিনা। যেখানে আপনার আঙুলের ছাপের রেকর্ড থাকতে পারে। সেই ক্ষেত্রে খারচুপির বিষয়ে অভিযোগ করুন।


৩ দোকানির থেকে লেনদেনের স্লিপ নিন
এই ধরনের যেকোনও লেনদেনের পর ট্রানজাকশন স্লিপ অবশ্য়ই নেবেন। তা সে আপনার লেনদেন সফল হোক বা না না হোক তার স্লিপ নিন। কোনও কারণে টাকা তুলতে ব্যর্থ হলেও তার ফেলড স্লিপ চান দোকানির কাছে। এরপরে কোনও প্রতারকদের থেকে SMS পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। তা না হলে বড় আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন আপনি।


মনে রাখবেন, আধার কার্ড এখন কেবল আপনার পরিচয়পত্র নয়। সব সরকারি সুবিধার চাবকাঠি। সেই কারণে নিজের আধার কার্ড সম্পর্কে সচেতন হোন। না হলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন আপনি।


আরও পড়ুন : Best Stock To Buy : ভারতের শেয়ার বাজারে ধামাকা করেছে এই স্টক, ৭ দিনে ধনী ইভেস্টাররা